বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি, ২০২০ ০০:০০ টা

অচেনা দুই দেশ মুখোমুখি

ক্রীড়া প্রতিবেদক

অচেনা দুই দেশ মুখোমুখি

ফুটবল বিশ্বকাপে বড় কোনো সাফল্য না পেলেও বাংলাদেশে আফ্রিকান দলগুলোরও জনপ্রিয়তা রয়েছে। নাইজেরিয়া, ঘানা, সেনেগাল, ক্যামেরুন, মিসর, আলজেরিয়া, মরক্কো কিংবা তিউনেশিয়া ফুটবলে পরিচিত দল। এবার বঙ্গবন্ধু গোল্ডকাপে আফ্রিকার তিন দেশ বুরুন্ডি, মরিশাস ও সিসেলিস খেলতে এসেছে। মরিশাসের পরিচয় হচ্ছে পর্যটকের দেশ হিসেবে। বাকি দুই দেশের নাম অনেকেই হয়তো জানেন না। জানা যেত যদি ঢাকার মাঠে এই দেশগুলোর ফুটবলারের দেখা মিলত। অচেনা ও অজানা দুই দেশের আজ ঢাকার মাঠে অভিষেক হচ্ছে। বিকাল পাঁচটায় বঙ্গবন্ধু গোল্ডকাপে ‘বি’ গ্রুপে মুখোমুখি হবে মরিশাস ও বুরুন্ডি। ফুটবলে অচেনা হলেও ফিফা র‌্যাঙ্কিংয়ে দুই দেশেই বাংলাদেশের চেয়ে এগিয়ে। বুরুন্ডি ১৫২ ও মরিশাসের অবস্থান ১৭২ নম্বরে। শক্তির দিক দিয়ে কেউ কারোর চেয়ে কম নয়। কে যে জিতবে বলা মুশকিল।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর