মঙ্গলবার, ২১ জানুয়ারি, ২০২০ ০০:০০ টা

অস্ট্রেলিয়ান ওপেন

২য় রাউন্ডে ফেদেরার

বছরের প্রথম গ্র্যান্ডস্লাম টুর্নামেন্ট অস্ট্রেলিয়ান ওপেনে প্রথম রাউন্ডের বাধা পাড়ি দিয়েছেন সুইস তারকা রজার ফেদেরার। গতকাল প্রথমদিনে তিনি যুক্তরাষ্ট্রের স্টিভ জনসনকে হারিয়েছেন ৬-৩, ৬-২, ৬-২ গেমে। দ্বিতীয় রাউন্ডে ফেদেরার মুখোমুখি হবেন ফ্রান্সের হ্যালিস অথবা সার্বিয়ার ফিলিপের।

অস্ট্রেলিয়া ওপেনের তৃতীয় বাছাই ফেদেরারের পথ সেমিফাইনাল পর্যন্ত মোটামুটি সহজই। কেবল কোয়ার্টার ফাইনালে তার সামনে বাধা হয়ে দাঁড়াতে পারেন ইতালির মাত্তেও বেরেত্তিনি। আর সেমিফাইনালে ফেদেরারের প্রতিপক্ষ হতে পারেন দ্বিতীয় বাছাই নোভাক জকোভিচ।

 

সেরেনার দুরন্ত সূচনা

সেরেনা উইলিয়ামস অস্ট্রেলিয়ান ওপেনে যাত্রা করলেন দুরন্ত জয়ে। গতকাল প্রথম রাউন্ডে সেরেনা উইলিয়ামস ৬-০, ৬-৩ গেমে হারিয়েছেন রাশিয়ার আনাস্তাসিয়া পোতাপোভাকে। দ্বিতীয় রাউন্ডে তিনি মুখোমুখি হবেন স্লোভেনিয়ার টামারা জিদানসেকের। অষ্টম বাছাই হিসেবে খেলছেন সেরেনা।

সব ঠিক থাকলে সেমিফাইনালে শীর্ষ বাছাই অ্যাশলে বার্টির মুখোমুখি হতে পারেন তিনি।

 

১৫ বছরের গফ ‘ভেনাস ঘাতক’

বয়স মাত্র ১৫ বছর। এই বয়সে সাধারণত জুনিয়র লেভেলে টেনিস খেলে মেয়েরা। তবে কোকো গফ ১৫ বছরেই র‌্যাঙ্কিংয়ের ৬৭ নম্বরে ওঠে এসেছেন। বছরের প্রথম গ্র্যান্ডস্লাম অস্ট্রেলিয়ার ওপেনের প্রথম রাউন্ডে কোকো গফ ৭-৬, ৬-৩ গেমে হারিয়েছেন ভেনাস উইলিয়ামসকে।

অবশ্য আগেও (গত বছরের উইম্বলডন) ভেনাসকে গ্র্যান্ডস্লাম টুর্নামেন্টের প্রথম রাউন্ডে হারিয়েছে গফ। দারুণ এ জয়ের পর উচ্ছ্বসিত কোকো গফ বলেন, ‘আমার এখনো অনেক উন্নতি করতে হবে। আমার মিশন হচ্ছে সেরাদের সেরা হওয়া। যত বেশি সম্ভব গ্র্যান্ডস্লাম ট্রফি জিততে চাই।’

 

জকোভিচের ঘাম ঝরানো জয়

অস্ট্রেলিয়া ওপেনের শুরুতেই বেশ ঘাম ঝরাতে হলো সার্বিয়ান তারকা নোভাক জকোভিচকে। পুরুষ এককের এ দ্বিতীয় বাছাই গতকাল প্রথম রাউন্ডের বাধা পাড়ি দিলেন চার সেটের এক ম্যাচ জিতে। সবমিলিয়ে ৭-৬, ৬-২, ২-৬, ৬-১ গেমে জিতে দ্বিতীয় রাউন্ড নিশ্চিত করেছেন জকোভিচ।

দ্বিতীয় রাউন্ডে তিনি ভারতের গুনেস্বরণ অথবা জাপানের তাতসুমা ইতোর মুখোমুখি হবেন।

চ্যাম্পিয়ন ওসাকার সহজ জয়

অস্ট্রেলিয়ান ওপেনে মেয়েদের এককের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন জাপানি তরুণী নাওমি ওসাকা। এ আসরে শুরুতেই দারুণ জয় পেয়েছেন তিনি। গতকাল প্রথম রাউন্ডে তিনি চেক প্রজাতন্ত্রের ম্যারি বোজকভাকে ৬-২, ৬-৪ গেমে হারিয়েছেন। দ্বিতীয় রাউন্ডে তিনি চীনের ঝেঙ সাই সাইয়ের মুখোমুখি হবেন।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর