অস্ট্রেলিয়ান ওপেনে মেয়েদের এককে আবারও বিস্ময় উপহার দিলেন ১৫ বছরের মার্কিন মেয়ে কোকো গফ। প্রথম রাউন্ডে ভেনাস উইলিয়ামসকে বিদায় করেছিলেন। এবার বিদায় করলেন চ্যাম্পিয়ন জাপানি তরুণী নাওমি ওসাকাকে। গতকাল কোকো গফ তৃতীয় রাউন্ডে ৬-৩, ৬-৪ গেমে হারিয়েছেন তৃতীয় বাছাই ওসাকাকে। এদিকে পুরুষ এককে হারতে হারতে বেঁচে গেলেন রজার ফেদেরার। অস্ট্রেলিয়ান ওপেনের তৃতীয় রাউন্ডে গতকাল তিনি অস্ট্রেলিয়ার জন মিলম্যানের মুখোমুখি হয়েছিলেন। পাঁচ সেটের লড়াইয়ে জিতেছেন ফেদেরারই। তবে বেশ ঘাম ঝরাতে হয়েছে তাকে। ফেদেরার জিতেছেন ৪-৬, ৭-৬, ৬-৪, ৪-৬, ৭-৬ গেমে। চতুর্থ রাউন্ডে ফেদেরার মুখোমুখি হবেন হাঙ্গেরির মারটন ফুকসোভিকসের। ৩৮ বছরের ফেদেরার গতকাল বেশ ঘাম ঝরিয়েছেন। গ্যালারিতে বসে তার স্ত্রী মিরকা ফেদেরার বারবারই দুহাতে মুখ ঢাকছিলেন। অস্ট্রেলিয়ান
দর্শকদের একজনের প্ল্যাকার্ডে লেখা ছিল, ‘আমরা তোমাকে ভালোবাসি ফেদেরার। তবে আমরা অস্ট্রেলিয়ান। এগিয়ে যাও মিলম্যান।’ কিন্তু তাদের শুভেচ্ছাবাণী কোনো কাজে এলো না মিলম্যানের। কঠিন লড়াই করলেও বুড়ো ফেদেরারের কাছে হেরে গেলেন তিনি। দারুণ এ জয়ের পর ফেদেরার বললেন, ‘এটা কঠিন একটা ম্যাচ ছিল। জন (মিলম্যান) দুর্দান্ত খেলেছে। সে সত্যিই একজন লড়াকু।’ ঘাম ঝরানো লড়াইয়ের পর চতুর্থ রাউন্ড নিশ্চিত করে ফেদেরার এবার আরও সামনের দিকে তাকিয়ে আছেন। ফেদেরার সর্বশেষ অস্ট্রেলিয়ান ওপেন জয় করেছেন ২০১৮ সালে। সেবার তিনি ফাইনালে হারিয়েছিলেন ক্রোয়েশিয়ার ম্যারিন চিলিচকে। এদিকে ফেদেরার কষ্টে জিতলেও সহজেই তৃতীয় রাউন্ডের বাধা পাড়ি দিয়েছেন নোভাক জকোভিচ। তিনি ৬-৩, ৬-২, ৬-২ গেমে হারিয়েছেন নিশিওকাকে। পুরুষ এককের তৃতীয় রাউন্ড খেলে বিদায় নিয়েছেন গ্রিক তরুণ স্টেফানোস তিতসিপাস।
শিরোনাম
- তফসিলের আগে লটারির মাধ্যমে মাঠ প্রশাসনকে আবারও ঢেলে সাজাবে সরকার
- দিনাজপুরে জামায়াত প্রার্থীর মোটরসাইকেল র্যালি
- সিডরে ক্ষতিগ্রস্ত বেড়িবাঁধগুলো আজও পুনর্নির্মাণ হয়নি
- যুক্তরাষ্ট্র থেকে গম নিয়ে মোংলা বন্দরে জাহাজ
- আগামী নির্বাচন বানচাল হলে দেশ ভয়াবহ বিপর্যয়ের মুখে পড়বে
- বাংলাদেশের বাণিজ্য প্রতিযোগিতা সক্ষমতা বাড়াতে অঙ্গীকার পুনর্ব্যক্ত ডব্লিউটিও’র
- রাজনীতিতে ফ্যাসিবাদ প্রত্যাবর্তনের সব ষড়যন্ত্র নস্যাৎ করে দিতে হবে : মামুনুল হক
- দুই শিরোপার নায়ক রাসেলকেই বাদ দিল কেকেআর!
- মানিকছড়িতে আব্দুর জব্বার স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
- মেঘনায় অবৈধ বালু উত্তোলনে বাধা, গুলিবিদ্ধ ৩
- আমেরিকানরা এখনো নারী নেতৃত্বে প্রস্তুত নয়: মিশেল ওবামা
- বিশ্বকাপ মঞ্চে দেখা যেতে পারে ক্ষুদ্রতম দেশ কুরাসাওকে
- নীলফামারীতে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের ১২ নেতাকর্মী গ্রেপ্তার
- জামিন পেলেন হিরো আলম
- শাহরুখের নামে দুবাইয়ে পাঁচতারা হোটেল
- ইবিতে ছাত্রলীগ সংশ্লিষ্টতার অভিযোগে শিক্ষার্থী আটক, থানায় সোপর্দ
- ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৫ জনের মৃত্যু, হাসপাতালে ৭৯২
- বিদেশি অপরাধী ঠেকাতে থাইল্যান্ডে ভিসা যাচাইয়ে নতুন কড়াকড়ি
- জলবায়ু পরিবর্তনে ক্ষতিপূরণের দাবিতে বলেশ্বর নদীতে নৌ-র্যালি
- আওয়ামী লীগের যেকোনো কর্মকাণ্ড অপরাধ বলে গণ্য হবে : অ্যাটর্নি জেনারেল
এবার গফের শিকার ওসাকা
চতুর্থ রাউন্ডে ফেদেরার
ক্রীড়া ডেস্ক
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর