অস্ট্রেলিয়ান ওপেনে মেয়েদের এককে আবারও বিস্ময় উপহার দিলেন ১৫ বছরের মার্কিন মেয়ে কোকো গফ। প্রথম রাউন্ডে ভেনাস উইলিয়ামসকে বিদায় করেছিলেন। এবার বিদায় করলেন চ্যাম্পিয়ন জাপানি তরুণী নাওমি ওসাকাকে। গতকাল কোকো গফ তৃতীয় রাউন্ডে ৬-৩, ৬-৪ গেমে হারিয়েছেন তৃতীয় বাছাই ওসাকাকে। এদিকে পুরুষ এককে হারতে হারতে বেঁচে গেলেন রজার ফেদেরার। অস্ট্রেলিয়ান ওপেনের তৃতীয় রাউন্ডে গতকাল তিনি অস্ট্রেলিয়ার জন মিলম্যানের মুখোমুখি হয়েছিলেন। পাঁচ সেটের লড়াইয়ে জিতেছেন ফেদেরারই। তবে বেশ ঘাম ঝরাতে হয়েছে তাকে। ফেদেরার জিতেছেন ৪-৬, ৭-৬, ৬-৪, ৪-৬, ৭-৬ গেমে। চতুর্থ রাউন্ডে ফেদেরার মুখোমুখি হবেন হাঙ্গেরির মারটন ফুকসোভিকসের। ৩৮ বছরের ফেদেরার গতকাল বেশ ঘাম ঝরিয়েছেন। গ্যালারিতে বসে তার স্ত্রী মিরকা ফেদেরার বারবারই দুহাতে মুখ ঢাকছিলেন। অস্ট্রেলিয়ান
দর্শকদের একজনের প্ল্যাকার্ডে লেখা ছিল, ‘আমরা তোমাকে ভালোবাসি ফেদেরার। তবে আমরা অস্ট্রেলিয়ান। এগিয়ে যাও মিলম্যান।’ কিন্তু তাদের শুভেচ্ছাবাণী কোনো কাজে এলো না মিলম্যানের। কঠিন লড়াই করলেও বুড়ো ফেদেরারের কাছে হেরে গেলেন তিনি। দারুণ এ জয়ের পর ফেদেরার বললেন, ‘এটা কঠিন একটা ম্যাচ ছিল। জন (মিলম্যান) দুর্দান্ত খেলেছে। সে সত্যিই একজন লড়াকু।’ ঘাম ঝরানো লড়াইয়ের পর চতুর্থ রাউন্ড নিশ্চিত করে ফেদেরার এবার আরও সামনের দিকে তাকিয়ে আছেন। ফেদেরার সর্বশেষ অস্ট্রেলিয়ান ওপেন জয় করেছেন ২০১৮ সালে। সেবার তিনি ফাইনালে হারিয়েছিলেন ক্রোয়েশিয়ার ম্যারিন চিলিচকে। এদিকে ফেদেরার কষ্টে জিতলেও সহজেই তৃতীয় রাউন্ডের বাধা পাড়ি দিয়েছেন নোভাক জকোভিচ। তিনি ৬-৩, ৬-২, ৬-২ গেমে হারিয়েছেন নিশিওকাকে। পুরুষ এককের তৃতীয় রাউন্ড খেলে বিদায় নিয়েছেন গ্রিক তরুণ স্টেফানোস তিতসিপাস।
শিরোনাম
- মুশফিক ছাড়াও শততম টেস্টে শতক হাঁকিয়েছেন যারা
- শততম টেস্টে শতক হাঁকালেন মুশফিক
- প্রথম মরক্কান হিসেবে আফ্রিকার বর্ষসেরা হাকিমি
- ভারতকে হারিয়ে র্যাঙ্কিংয়ে তিন ধাপ এগুলো বাংলাদেশে
- ভারতের সঙ্গে পূর্ণমাত্রায় যুদ্ধ শুরুর আশঙ্কা পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর
- জাতীয় পুনর্জাগরণের নেতা
- চিড়িয়াখানায় ঠাঁই হলো সেই মুখপোড়া হনুমানের
- তত্ত্বাবধায়ক ফেরা প্রশ্নে আপিলের রায় আজ
- রাবি শিক্ষার্থীদের ওপর দুর্বৃত্তদের হামলার প্রতিবাদে মহাসড়ক অবরোধ
- বিপিএল নিলামের নতুন তারিখ ঘোষণা
- স্বর্ণের দাম বেড়েছে
- বগুড়ায় তারেক রহমানের পক্ষে ভোট চেয়ে পথসভা ও গণসংযোগ
- গাজায় ৩ হাজার পুলিশ সদস্যকে প্রশিক্ষণ দিতে চায় ইইউ
- অজিত দোভালকে বাংলাদেশে আসার আমন্ত্রণ জানালেন খলিলুর রহমান
- শেখ হাসিনাকে বন্দী বিনিময় চুক্তির মাধ্যমে ফিরিয়ে রায় কার্যকর করতে হবে : দুলু
- সাইফের স্ট্যালিয়ন্সকে হারাল তাসকিনের নর্দান ওয়ারিয়র্স
- তা’মীরুল মিল্লাত মাদরাসার টঙ্গী শাখা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা
- ৪২ বছর বয়সে বিশ্বকাপ খেলার সুযোগ পেলেন স্কটিশ গোলরক্ষক গর্ডন
- দেশে থেকেই কার্ড দিয়ে বিদেশি রুটের বিমানের টিকিট কেনা যাবে
- জিয়া পরিবার ফোবিয়ায় যারা ভোগেন, তাদের জনভিত্তি নেই : প্রিন্স
এবার গফের শিকার ওসাকা
চতুর্থ রাউন্ডে ফেদেরার
ক্রীড়া ডেস্ক
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর