অস্ট্রেলিয়ান ওপেনে মেয়েদের এককে আবারও বিস্ময় উপহার দিলেন ১৫ বছরের মার্কিন মেয়ে কোকো গফ। প্রথম রাউন্ডে ভেনাস উইলিয়ামসকে বিদায় করেছিলেন। এবার বিদায় করলেন চ্যাম্পিয়ন জাপানি তরুণী নাওমি ওসাকাকে। গতকাল কোকো গফ তৃতীয় রাউন্ডে ৬-৩, ৬-৪ গেমে হারিয়েছেন তৃতীয় বাছাই ওসাকাকে। এদিকে পুরুষ এককে হারতে হারতে বেঁচে গেলেন রজার ফেদেরার। অস্ট্রেলিয়ান ওপেনের তৃতীয় রাউন্ডে গতকাল তিনি অস্ট্রেলিয়ার জন মিলম্যানের মুখোমুখি হয়েছিলেন। পাঁচ সেটের লড়াইয়ে জিতেছেন ফেদেরারই। তবে বেশ ঘাম ঝরাতে হয়েছে তাকে। ফেদেরার জিতেছেন ৪-৬, ৭-৬, ৬-৪, ৪-৬, ৭-৬ গেমে। চতুর্থ রাউন্ডে ফেদেরার মুখোমুখি হবেন হাঙ্গেরির মারটন ফুকসোভিকসের। ৩৮ বছরের ফেদেরার গতকাল বেশ ঘাম ঝরিয়েছেন। গ্যালারিতে বসে তার স্ত্রী মিরকা ফেদেরার বারবারই দুহাতে মুখ ঢাকছিলেন। অস্ট্রেলিয়ান
দর্শকদের একজনের প্ল্যাকার্ডে লেখা ছিল, ‘আমরা তোমাকে ভালোবাসি ফেদেরার। তবে আমরা অস্ট্রেলিয়ান। এগিয়ে যাও মিলম্যান।’ কিন্তু তাদের শুভেচ্ছাবাণী কোনো কাজে এলো না মিলম্যানের। কঠিন লড়াই করলেও বুড়ো ফেদেরারের কাছে হেরে গেলেন তিনি। দারুণ এ জয়ের পর ফেদেরার বললেন, ‘এটা কঠিন একটা ম্যাচ ছিল। জন (মিলম্যান) দুর্দান্ত খেলেছে। সে সত্যিই একজন লড়াকু।’ ঘাম ঝরানো লড়াইয়ের পর চতুর্থ রাউন্ড নিশ্চিত করে ফেদেরার এবার আরও সামনের দিকে তাকিয়ে আছেন। ফেদেরার সর্বশেষ অস্ট্রেলিয়ান ওপেন জয় করেছেন ২০১৮ সালে। সেবার তিনি ফাইনালে হারিয়েছিলেন ক্রোয়েশিয়ার ম্যারিন চিলিচকে। এদিকে ফেদেরার কষ্টে জিতলেও সহজেই তৃতীয় রাউন্ডের বাধা পাড়ি দিয়েছেন নোভাক জকোভিচ। তিনি ৬-৩, ৬-২, ৬-২ গেমে হারিয়েছেন নিশিওকাকে। পুরুষ এককের তৃতীয় রাউন্ড খেলে বিদায় নিয়েছেন গ্রিক তরুণ স্টেফানোস তিতসিপাস।
শিরোনাম
- ঢাকায় ভূমিকম্পে জাতিসংঘ ও যুক্তরাষ্ট্রের সমবেদনা
- ভূমিকম্পে ঢাকায় ক্ষতিগ্রস্ত ভবনের তালিকা প্রকাশ
- নারায়ণগঞ্জ জেলায় ভূমিকম্পে শিশুর মৃত্যু, আহত ২৪
- যাত্রাবাড়ীতে নবীউল্লাহ নবীর গণসংযোগ
- রাজধানীতে পরিবার পরিকল্পনা কর্মীদের অবস্থান কর্মসূচি
- ‘তথ্য প্রমাণের ভিত্তিতে হাসিনার বিচার হয়েছে, তবে আপিলের সুযোগ আছে’
- বন্দর রক্ষায় হরতাল-অবরোধসহ কঠোর কর্মসূচির হুঁশিয়ারি
- পোস্টাল ভোটিং: দুই দিনে সাড়ে ৬ হাজার নিবন্ধন
- একসঙ্গে সহকারী অধ্যাপক হলেন ১৮৭০ শিক্ষক
- হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের জন্য নতুন সতর্কবার্তা
- ভূমিকম্পের উৎপত্তিস্থল নরসিংদী জেলায় যে ক্ষয়ক্ষতি হয়েছে
- রাজশাহীতে বদ্ধ ঘর থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার
- ‘ঢাকার পুরনো ভবনগুলোর ৯০ শতাংশ বিল্ডিং কোড না মেনে নির্মিত’
- ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ১০
- ধানের শীষে দেশের মানুষের আস্থা রয়েছে: দুলু
- ডেঙ্গুতে মৃত্যুহীন দিনে হাসপাতালে আরও ৪৩৬ জন
- যেভাবে স্মার্টফোনেই মিলবে ভূমিকম্পের সতর্কবার্তা
- এমন ভূমিকম্প আগে কখনও অনুভব করিনি : ফারুকী
- ভূমিকম্পে ক্ষয়ক্ষতি নিরূপণের নির্দেশনা
- ‘শান্তিপূর্ণ নির্বাচন আয়োজনে সশস্ত্র বাহিনীকে সর্বোচ্চ দক্ষতা-পেশাদারিত্ব দেখাতে হবে’
এবার গফের শিকার ওসাকা
চতুর্থ রাউন্ডে ফেদেরার
ক্রীড়া ডেস্ক
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর