অস্ট্রেলিয়ান ওপেনে মেয়েদের এককে আবারও বিস্ময় উপহার দিলেন ১৫ বছরের মার্কিন মেয়ে কোকো গফ। প্রথম রাউন্ডে ভেনাস উইলিয়ামসকে বিদায় করেছিলেন। এবার বিদায় করলেন চ্যাম্পিয়ন জাপানি তরুণী নাওমি ওসাকাকে। গতকাল কোকো গফ তৃতীয় রাউন্ডে ৬-৩, ৬-৪ গেমে হারিয়েছেন তৃতীয় বাছাই ওসাকাকে। এদিকে পুরুষ এককে হারতে হারতে বেঁচে গেলেন রজার ফেদেরার। অস্ট্রেলিয়ান ওপেনের তৃতীয় রাউন্ডে গতকাল তিনি অস্ট্রেলিয়ার জন মিলম্যানের মুখোমুখি হয়েছিলেন। পাঁচ সেটের লড়াইয়ে জিতেছেন ফেদেরারই। তবে বেশ ঘাম ঝরাতে হয়েছে তাকে। ফেদেরার জিতেছেন ৪-৬, ৭-৬, ৬-৪, ৪-৬, ৭-৬ গেমে। চতুর্থ রাউন্ডে ফেদেরার মুখোমুখি হবেন হাঙ্গেরির মারটন ফুকসোভিকসের। ৩৮ বছরের ফেদেরার গতকাল বেশ ঘাম ঝরিয়েছেন। গ্যালারিতে বসে তার স্ত্রী মিরকা ফেদেরার বারবারই দুহাতে মুখ ঢাকছিলেন। অস্ট্রেলিয়ান দর্শকদের একজনের প্ল্যাকার্ডে লেখা ছিল, ‘আমরা তোমাকে ভালোবাসি ফেদেরার। তবে আমরা অস্ট্রেলিয়ান। এগিয়ে যাও মিলম্যান।’ কিন্তু তাদের শুভেচ্ছাবাণী কোনো কাজে এলো না মিলম্যানের। কঠিন লড়াই করলেও বুড়ো ফেদেরারের কাছে হেরে গেলেন তিনি। দারুণ এ জয়ের পর ফেদেরার বললেন, ‘এটা কঠিন একটা ম্যাচ ছিল। জন (মিলম্যান) দুর্দান্ত খেলেছে। সে সত্যিই একজন লড়াকু।’ ঘাম ঝরানো লড়াইয়ের পর চতুর্থ রাউন্ড নিশ্চিত করে ফেদেরার এবার আরও সামনের দিকে তাকিয়ে আছেন। ফেদেরার সর্বশেষ অস্ট্রেলিয়ান ওপেন জয় করেছেন ২০১৮ সালে। সেবার তিনি ফাইনালে হারিয়েছিলেন ক্রোয়েশিয়ার ম্যারিন চিলিচকে। এদিকে ফেদেরার কষ্টে জিতলেও সহজেই তৃতীয় রাউন্ডের বাধা পাড়ি দিয়েছেন নোভাক জকোভিচ। তিনি ৬-৩, ৬-২, ৬-২ গেমে হারিয়েছেন নিশিওকাকে। পুরুষ এককের তৃতীয় রাউন্ড খেলে বিদায় নিয়েছেন গ্রিক তরুণ স্টেফানোস তিতসিপাস।
শিরোনাম
- চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, নিহত ২
- আবুধাবিতে সাড়ে ৮৩ কোটি টাকার লটারি জিতলেন প্রবাসী বাংলাদেশি
- দৈনিক কোটি টাকার চাঁদাবাজি
- আর্থিক প্রতিষ্ঠানের খেলাপি বেড়েছে ২১০০ কোটি টাকা
- এবার নির্বাচনে সেনাবাহিনীই ভরসা
- পিআর : দেশ কতটা প্রস্তুত
- বাবার হাত ছেড়ে রাস্তা পার হতে গিয়ে গাড়িচাপায় সন্তানের মৃত্যু
- বিয়ের প্রস্তাব প্রত্যাখ্যান করায় এসিড নিক্ষেপ, দুই নারী ও শিশু দগ্ধ
- এনএসডিএ'র নির্বাহী চেয়ারম্যান হলেন রেহানা পারভীন
- নারী পাচারে টোপ ‘ভালো চাকরি’
- মুগদায় ছিনতাইকারী সন্দেহে গণপিটুনি, হাসপাতালে তরুণের মৃত্যু
- মাতুয়াইলে ১০ তলার ছাদ থেকে পড়ে শিশুর মৃত্যু
- জুলাইয়ের বিপ্লবী ছাত্র-জনতা মব নয় : মাহফুজ আলম
- জাপানে ভূমিকম্পের মধ্যে সমুদ্রে ‘অদ্ভুত গর্জন’ শোনার দাবি
- ফ্যাসিস্টদের পুশইন করুন, বিচার করতে প্রস্তুত আমরা : নাহিদ
- শাকিবের আগামী ঈদের সিনেমা চূড়ান্ত
- এবার ‘ট্রাম্প সুগন্ধি’ বাজারে, বিতর্ক
- মহাসড়কে ডাকাতির প্রস্তুতিকালে ৮ ডাকাত গ্রেফতার
- পারমাণু অস্ত্র বিস্তার রোধ চুক্তিতে প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত ইরানের
- তিতাসে পাওনা টাকা নিয়ে রাজমিস্ত্রিকে রড দিয়ে পিটিয়ে হত্যা, গ্রেফতার ২
এবার গফের শিকার ওসাকা
চতুর্থ রাউন্ডে ফেদেরার
ক্রীড়া ডেস্ক
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর