শনিবার, ১ ফেব্রুয়ারি, ২০২০ ০০:০০ টা

ফজলে মাহমুদের সেঞ্চুরি শফিউলের ৫ উইকেট

ক্রীড়া প্রতিবেদক

ফজলে মাহমুদের সেঞ্চুরি শফিউলের ৫ উইকেট

পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজকে সামনে রেখে শুরু হয়েছে বিসিএল। নর্থ, সাউথ, ইস্ট ও সেন্ট্রাল জোন- চারটি দল অংশ নিচ্ছে বিসিএলে। খেলাগুলো হচ্ছে মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়াম ও চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে। ঢাকায় মুখোমুখি হয়েছে ওয়ালটন সেন্ট্রাল জোন ও ইসলামী ব্যাংক ইস্ট জোন এবং চট্টগ্রামে খেলছে বিসিবি নর্থ ও বিসিবি সাউথ জোন। টুর্নামেন্টের প্রথম দিনে জহুর আহমেদ স্টেডিয়ামে সেঞ্চুরি করেন ফজলে মাহমুদ রাব্বি। একই মাঠে আগুনে বোলিং করে শফিউল ইসলাম সুহাশ ধসিয়ে দিয়েছেন নর্থ জোনের ব্যাটিং লাইন। সাউথ জোনের প্রথম ইনিংসে ২৬২ রানের জবাবে নর্থ জোন ৪৫ রান তুলতেই হারিয়ে ফেলেছে ৫ উইকেট। ফজলে রাব্বি খেলেন ১২৫ রানের ঝলমলে ইনিংস এবং শফিউল নেন ৫ উইকেট। মিরপুরে ধীরলয়ে ব্যাটিং করেন সাইফ হাসান। সাড়ে ৫ ঘণ্টা ব্যাটিং করে সেন্ট্রাল জোনের সাইফ খেলেন ৫৮ রানের ইনিংস। ইস্ট জোনের তাইজুল ইসলাম ৫ উইকেট। তাইজুলের ঘুর্ণিতে প্রথম ইনিংসে সেন্ট্রাল জোনের সংগ্রহ ২১৩ রান।   ধীরলয়ে ব্যাটিং করার খ্যতি রয়েছে সাইফের। তবে গতকাল ব্যাট করেছেন শম্ভুক গতিতে। ৫৮ রান করেন ৩৩৩ মিনিট ব্যাটিং করে। বল খরচ করেন ২১৪টি। তাতে ছিল ৫টি চার ও দুটি ছক্কা। কুয়াশার জন্য দেরিতে শুরু হওয়া ম্যাচে সেন্ট্রাল জোনের সংগ্রহ ২১৩ রান। এ ছাড়া সৌম্য সরকার ৩৬, তাইবুর পারভেজ ৪৬ রান করেন। তাইজুল ৫ উইকেট নেন ৫৮ রানের খরচে। তাইজুলের ঘুর্ণিতে সেন্ট্রাল জোন শেষ ৪ উইকেট হারায় মাত্র ৭ রানের মধ্যে। ইস্ট জোন ব্যাটিংয়ে নামলেও আলোর স্বল্পতায় খেলা হয়নি। দুই ওপেনার তামিম ইকবাল ও পিনাক ঘোষ দুই বল খেললেও রান নেননি।

জহুর আহমেদের সবুজ ঘাসের উইকেটে বোলারদের ওপর ছড়ি ঘুড়িয়ে আসরের প্রথম সেঞ্চুরি তুলে নেন ফজলে রাব্বি। খেলেন ১২৫ রানের পর্বতসমান দৃঢ়তার একটি ইনিংস। তার ইনিংসটি সাজানো ১৭ চার ও ৩ ছক্কায়। প্রথম শ্রেণির ক্রিকেটে রাব্বির এটা নবম সেঞ্চুরি। তার সেঞ্চুরিতেই প্রথম ইনিংসে সাউথ জোনের সংগ্রহ ২৬২ রান। জবাবে ব্যাট করতে নেমে শফিউলের গতি, সুইংয়ে নাকাল হয়ে ৪৬ রান তুলতেই ৫ উইকেট হারিয়ে কোণঠাসা হয়ে পড়ে নর্থ জোন।

 

সর্বশেষ খবর