সোমবার, ১০ ফেব্রুয়ারি, ২০২০ ০০:০০ টা

বর্ণাঢ্য আয়োজনে কিংসের বারকোস বরণ

ক্রীড়া প্রতিবেদক

বর্ণাঢ্য আয়োজনে কিংসের বারকোস বরণ

বসুন্ধরা স্পোর্টস অ্যারিনার ফুটবল মাঠে দারুণ আয়োজন। এক পাশে বিরাট মঞ্চ। শত শত সমর্থক বসে আছে সামনে। অনেকে দাঁড়িয়ে। এর মধ্যে থুড়থুুড়ে এক বুড়ো এসে জিজ্ঞেস করল, বাবা আর্জেন্টিনার খেলোয়াড় নাকি এসেছে? পাশের গ্রাম থেকে পায়ে হেঁটে এসেছেন আবদুর রাজ্জাক নামের এ আর্জেন্টাইনভক্ত। লিওনেল মেসির সঙ্গে খেলা ফুটবলারকে দুচোখ ভরে দেখবেন বলে। তার আশা পূরণ হয়েছে। বসুন্ধরা কিংস নতুন মৌসুমে লিগ শুরুর আগেই সমর্থকদের মধ্যে উন্মাদনা ছড়িয়ে দিল। গতকাল চুক্তি স্বাক্ষরের পাশাপাশি ইউরোপীয় আদলে কিংস বরণ করে নিল আর্জেন্টিনার জার্সিতে মেসির পাশে খেলা হারনান বারকোসকে। এমন উষ্ণ অভ্যর্থনা পেয়ে অভিভূত ব্রাজিল ও আর্জেন্টিনায় দুর্দান্ত ফুটবল খেলে আসা এল পিরাতা (পাইরেটস) নামে সুপরিচিত এ তারকা ফুটবলার।

‘আমি অভিভূত। এখানে নতুন একটা চ্যালেঞ্জ নিয়ে এসেছি। ব্রাজিল ও আর্জেন্টিনার ক্লাবে খেলার প্রস্তাবও ছিল আমার হাতে। তবে কিংসকেই আমার কাছে ভালো লেগেছে। আপনারা আমার প্রতি যেমন ভালোবাসা দেখিয়েছেন, মাঠে আমি তা ফেরত দেওয়ার চেষ্টা করব।’ এভাবেই প্রতিশ্রুতি দিলেন হারনান বারকোস। ২০১২ ও ২০১৩ সালে মেসির সঙ্গে আর্জেন্টিনা জাতীয় দলে খেলেছেন তিনি। ব্রাজিল, ইকুয়েডর এবং চীনে চ্যাম্পিয়ন হয়েছেন। সর্বশেষ খেলেছেন কলম্বিয়ান লিগে। সবমিলিয়ে দারুণ এক ফুটবলার। তাকে দলে পেয়ে ক্লাব সভাপতি ইমরুল হাসান বলছেন, ‘আমাদের লক্ষ্য দর্শকদের মাঠে ফিরিয়ে আনা। এ লক্ষ্যে ভালোমানের ফুটবল উপহার দেওয়ার চেষ্টা করছি। এর পাশাপাশি নতুন নতুন উদ্যোগের মাধ্যমে ফুটবল উন্মাদনা ছড়িয়ে দেওয়ার চেষ্টা করছি।’

 হারনান বারকোসকে দলে পেয়ে খুশি কোচ অস্কার ব্রুজোনও। তিনি বলছেন, ‘বারকোস গত কয়েক মৌসুমে নিজেকে প্রমাণ করেছে ল্যাটিন ফুটবলে। আমাদের এখানেও সে দুর্দান্ত ফুটবল উপহার দিবে বলে আশা করি।’

সর্বশেষ খবর