বুধবার, ১২ ফেব্রুয়ারি, ২০২০ ০০:০০ টা

নিষিদ্ধ পাঁচ ক্রিকেটার

ক্রীড়া ডেস্ক

অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ ফাইনাল ছিল বেশ উপভোগ্য। ভারতকে হারিয়ে প্রথমবার চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ। পুরস্কার বিতরণ সবকিছুই ভালোভাবে চলছিল। কিন্তু হঠাৎ করে দুই দলের ক্রিকেটারদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। আইসিসি তাদের রিপোর্টে উল্লেখ করেছে, ফাইনাল শেষে নিজেদের মধ্যে বিতর্ক এবং ধাক্কাধাক্কি করে এসব ক্রিকেটার ক্রিকেটের ভাবমূর্তি নষ্ট করেছে। ম্যাচ রেফারি গ্লায়েম ল্যাব বয় জানান, বাংলাদেশের তিন ও ভারতের দুই ক্রিকেটার আইসিসির বিধিবিধানের ২.২১ ধারা ভঙ্গ করেছেন। এ জন্য দোষী প্রমাণিত হওয়ায় তৌহিদ হৃদয় ১০, শামীম হোসেন ৮ ও রাকিবুল হাসানকে সব রকমের ক্রিকেট ৪ ম্যাচ নিষিদ্ধ করা হচ্ছে। অন্যদিকে ভারতের দুই ক্রিকেটার আকাশ সিং ৬, রবি বিষ্ণু ৫ ম্যাচ নিষিদ্ধ হয়েছেন।

আইসিসির শাস্তি নিয়ে কোনো বিতর্ক নেই। তবু প্রশ্ন উঠেছে ভারতের তুলনায় বাংলাদেশের ক্রিকেটাররা বেশি শাস্তি পাবেন কেন? এটা ঠিক শুরুটা বাংলাদেশের দিক দিয়ে হয়েছে। কিন্তু ভারতীয় ক্রিকেটাররা যেভাবে ধাক্কাধাক্কি শুরু করে এতে বাংলাদেশের ক্রিকেটাররা বড় ধরনের ইনজুরির শিকার হতে পারতেন।

 

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর