শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি, ২০২০ ০০:০০ টা
বাড়ি ফিরলেন বিশ্বজয়ীরা

সিলেটে ভালোবাসায় সিক্ত সাকিব

নিজস্ব প্রতিবেদক, সিলেট

ভারতকে হারিয়ে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জয়ী দলের অন্যতম সদস্য তানজিম হাসান সাকিব ফিরেছেন তার নিজ জেলা সিলেটে। গতকাল সিলেটে পা রেখেই ক্রিকেটপ্রেমী সিলেটবাসীর ভালোবাসায় সিক্ত হয়েছেন। বিমানবন্দরে নানা

শ্রেণি-পেশার মানুষ তাকে জানিয়েছেন ফুলেল সংবর্ধনা।

মানুষের এই ভালোবাসাকে পুঁজি করে বাংলাদেশ ক্রিকেটের সঙ্গে থেকে অনেক দূর এগিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেছেন সাকিবও।

গতকাল বেলা দেড়টার দিকে বেসরকারি এয়ারলাইনসের একটি ফ্লাইটে ওসমানী বিমানবন্দরে এসে পৌঁছান সাকিব। এ সময় তার সঙ্গে ছিলেন সিলেট-৩ আসনের সংসদ সদস্য মাহমুদ উস সামাদ চৌধুরী কয়েস, সাকিবের বাবা গৌছ আলী ও মা সেলিনা পারভিন। বিমানবন্দরে সাকিবকে স্বাগত জানাতে সিলেটের ক্রীড়ানুরাগীরাও ভিড় করেন। তারা ফুল দিয়ে সাকিবকে অভ্যর্থনা জানান।

পরে সেখান থেকে সাকিব চলে যান নগরীর পীরমহল্লার তার চাচার বাসায়। সেখানে কেক কেটে উদযাপন করা হয় বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের বিশ^কাপ জয়। সাকিবের আগমনের খবরে পীরমহল্লায় তার চাচার বাসায়ও ক্রিকেটানুরাগীরা ভিড় জমান।

বিশ্বকাপ জয়ের অনুভূতি ব্যক্ত করতে গিয়ে সাকিব সাংবাদিকদের বলেন, ‘ভারতকে হারিয়ে বিশ^কাপ জয় করতে না পারলে বুঝতে পারতাম না দেশের মানুষ ক্রিকেটারদের কত ভালোবাসেন।’

সাকিব তার আগামীর স্বপ্নের কথা বলতে গিয়ে তিনি বলেন, ‘প্রত্যেক ক্রিকেটারই চায় নিজের অসাধারণ নৈপুণ্য দিয়ে দেশের পতাকাকে বিশ্বের মানচিত্রে তুলে ধরতে। আমারও স্বপ্ন সেরকম। আমি এবং আমার সহযোদ্ধারা নিজেদেরকে পরিণত করে দেশের ক্রিকেটকে বিশ্বদরবারের অনন্য উচ্চতায় নিয়ে যেতে চাই।’

সর্বশেষ খবর