সোমবার, ১৭ ফেব্রুয়ারি, ২০২০ ০০:০০ টা

সাকিব না থাকায় খুশি জিম্বাবুয়ে

ক্রীড়া প্রতিবেদক

দলের সঙ্গে আসেননি নিয়মিত অধিনায়ক শন উইলিয়ামস, কাইলি জার্ভিস ও টেন্ডাই চাতারা। এসব তারকা ক্রিকেটারের অনুপস্থিতিতে বাংলাদেশের বিপক্ষে একমাত্র টেস্ট ক্রিকেটে নেতৃত্ব দিবেন ক্রেইগ আরভিন। নিষিদ্ধ থাকায় ২২ জানুয়ারি মিরপুরে একমাত্র প্রথম টেস্ট খেলবেন না বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। তার অনুপস্থিতিকে কাজে লাগাতে চাইছে জিম্বাবুয়ে। গতকাল মিরপুর একাডেমি মাঠে অনুশীলনে এমন কথাই বলেছেন ক্রেইগ আরভিন, ‘সাকিব খেলবেন না, এটা আমাদের জন্য ভালো। সে অবশ্যই বাংলাদেশ ক্রিকেট দলের অপরিহার্য অংশ।’

সফরে এক টেস্ট, তিন ওয়ানডে ও দুটি টি-২০ খেলবে জিম্বাবুয়ে। পূর্ণাঙ্গ সিরিজ খেলতে আসলেও পূর্ণ শক্তির দল নিয়ে আসেননি। উইলিয়ামস, জার্ভিস, চাতারার অভাব বোধ করবেন বলেন জিম্বাবুয়ে অধিনায়ক, ‘উইলিয়ামস, জার্ভিস ও চাতারার অভাব  বোধ করব আমরা।  তারা আমাদের অনেক গুরুত্বপূর্ণ ক্রিকেটার। তবে নতুনদের সুযোগ থাকছে তাদের অনুপস্থিতিতে নিজেদের প্রমাণ করার।’ টেস্ট খেলার পর তিনটি ওয়ানডে খেলবে সিলেট এবং পরে দুটি টি-২০ খেলবে মিরপুরে।

সর্বশেষ খবর