শনিবার, ২২ ফেব্রুয়ারি, ২০২০ ০০:০০ টা

ধৈর্য ধরতে বললেন ডমিঙ্গো

ক্রীড়া প্রতিবেদক

ধৈর্য ধরতে বললেন ডমিঙ্গো

বাংলাদেশের টেস্ট স্ট্যাটাস পাওয়ার ২১ বছর হয়ে গেছে। এখনো টেস্টে বাংলাদেশ দলকে সবচেয়ে অনভিজ্ঞ বললেন টাইগার কোচ রাসেল ডমিঙ্গো। ক্রিকেটের সমর্থক ও মিডিয়াকে তাই ধৈর্য ধরতে বলেছেন তিনি। গতকাল সংবাদ সম্মেলনে শেষের দিকে অধিনায়ক মুমিনুলের কাছ থেকে মাইক্রোফোন নিয়ে ডমিঙ্গো বলেন, ‘যাওয়ার আগে দুই একটি বিষয়ে কথা বলতে চাই। বাংলাদেশ ক্রিকেটকে পাগলের মতো ভালোবাসে। দর্শক, সংবাদমাধ্যম, সবকিছুই অবিশ্বাস্য। তবে সবাইকে বুঝতে হবে, এই টেস্ট দলে নাজমুল ৩টি টেস্ট খেলেছে, সাইফ তার দ্বিতীয় টেস্ট খেলতে যাচ্ছে। আবু জায়েদ মাত্র ৭টি টেস্ট খেলেছে। এবাদত খেলেছেন ৪টি। দলটা খুবই অনভিজ্ঞ।

দলের অধিনায়ক দায়িত্ব নিয়েই ভারত, পাকিস্তানের বিপক্ষে অধিনায়কত্ব করেছে। বিশ্বের অন্যান্য অধিনায়কের হাতে ১০০-১৫০ টেস্ট খেলা টেস্ট বোলার আছে। ব্রড খেলেছে ১৪০, রাবাদা খেলেছে ৫০ টেস্ট, ফিল্যান্ডার খেলেছে ৭০ টেস্ট। মিচেল স্টার্ক খেলেছে ৬০ টেস্ট। আমি বলতে চাচ্ছি, সংবাদমাধ্যমকে ধৈর্য ধরতে হবে।’ ডমিঙ্গো বলেন, ‘নির্বাচকদেরও ক্রিকেটারদের ওপর ভরসা রাখতে হবে। আমি যে দলের কোচিং করাচ্ছি, এই মুহূর্তে টেস্ট ক্রিকেটে এটিই সবচেয়ে অনভিজ্ঞ টেস্ট দল। সুতরাং ধৈর্য ধরুন।’

সর্বশেষ খবর