রবিবার, ২৩ ফেব্রুয়ারি, ২০২০ ০০:০০ টা

বাংলাদেশকে এগিয়ে রাখলেন আরভিন

ক্রীড়া প্রতিবেদক

বাংলাদেশকে এগিয়ে রাখলেন আরভিন

ক্রেইগ আরভিন দারুণ এক সেঞ্চুরি করেছেন। ২২৭ বলে খেলেছেন ১০৭ রানের ধৈর্যশীল ইনিংস। ছিল ১৩টি চারের মার। কিন্তু দুর্দান্ত এক ইনিংস খেলার পরও শেষ বিকালে যখন দিনের খেলা শেষ হতে আর মাত্র ১০ বল বাকি তখনই আউট হলে গেলেন। আর আরভিন আউট হওয়ায় ম্যাচের নিয়ন্ত্রণ চলে আসে বাংলাদেশর হাতে। একথা জিম্বাবুয়ের ক্যাপ্টেন নিজেই স্বীকার করেছেন, ‘দিনের প্রথম অর্ধেক ছিল আমাদের। কিন্তু এখন বাংলাদেশই এগিয়ে। আমরা ছয় উইকেট হারিয়েছি। আরও কিছু রান হওয়া দরকার ছিল।’

প্রথম দিন শেষে জিম্বাবুয়ের স্কোর ৬ উইকেটে ২২৮ রান। ব্যাটিং সহায়ক উইকেটে এমন রান নিয়ে  মোটেও খুশি নন জিম্বাবুয়ের দলপতি। আরভিন ছাড়া জিম্বাবুয়ের হয়ে ৬৪ রানের ইনিংস খেলেছেন ওপেনার প্রিন্স মাসভারে। আর কোনো ব্যাটসম্যান রানই পাননি। আরভিন বলেন, ‘বাংলাদেশের বোলাররা দুর্দান্ত বোলিং করেছেন। পরের দিকে আমরা দ্রুত উইকেট হারিয়েছি। এখনো চাকাভা আছে। ত্রিপানোও ভালো ব্যাট করতে পারেন। এখন দেখা যাক, তারা বড় ইনিংস খেলতে পারেন কিনা।’

বাংলাদেশের উইকেট দেখে অবাক হয়েছেন আরভিন, ‘সত্যিই উইকেট দেখে আমি ভীষণ অবাক। এতোটা ভালো আশা করিনি। ছেলেরা বলছিল, ঢাকার উইকেটে যে কী অপেক্ষা করছে? কিন্তু দেখলাম উইকেট খুই ভালো।’

সর্বশেষ খবর