ইংলিশ প্রিমিয়ার লিগে দীর্ঘদিন কোনো শিরোপা জিততে পারেনি লিভারপুল। সেই ১৯৮৯-৯০ মৌসুমে শেষবারের মতো লিগ জিতেছিল অলরেডরা। এরপর বার বার লিগ শিরোপা জয়ে ফাইট দিয়েও ব্যর্থ হয়েছে তারা। কখনো ম্যানইউ, কখনো ম্যানসিটিতে স্বপ্ন ভঙ্গ হয়েছে তাদের। তবে শেষ পর্যন্ত দীর্ঘ তিন দশক পর লিগ জয়ের খুব কাছে পৌঁছে গেল লিভারপুল। আর মাত্র ৪টি ম্যাচ জিতলেই নিশ্চিত হবে লিগ শিরোপা। গত সোমবার লিভারপুল পিছিয়ে পড়েও ৩-২ গোলে হারিয়েছে ওয়েস্ট হ্যামকে। লিভারপুলের পক্ষে গোল করেছেন জর্জিনিয়ো উইনালডাম, মোহাম্মদ সালাহ এবং স্যাডিও মানে। এ জয়ে ২৭ ম্যাচে লিভারপুলের সংগ্রহ ৭৯ পয়েন্ট। ২২ পয়েন্টে পিছিয়ে থেকে ম্যানসিটি আছে দুই নম্বরে। হাতে আছে ১১ ম্যাচ। এর মধ্যে ৭ ম্যাচে হারলেও লিভারপুল লিগ জয় করবে। অলরেড সমর্থকরা কেবল চার জয়ের অপেক্ষায় প্রহর গুনছে। এরপরই শিরোপা উৎসব শুরু করতে পারবে তারা। গত সোমবারে জয়ের পাশাপাশি একটা দারুণ রেকর্ডও গড়েছে লিভারপুল। টানা ১৮ ম্যাচ জয় করেছে তারা লিগে। এর আগে ২০১৭ সালে টানা ১৮ ম্যাচ জয়ের রেকর্ড গড়েছিল ম্যানসিটি। রেকর্ডটা এবার ভেঙে দিতে পারেন মোহাম্মদ সালাহরা। সোমবার ম্যাচ জয়ের পর লিভারপুল কোচ জার্গেন ক্লপ বলছেন, ‘আমি কখনো ভাবিনি যে এই রেকর্ডটা স্পর্শ করা যাবে। আমরা এটা করেছি। সত্যি বলতে, এটা বিশ্বাসই হচ্ছে না।’ লিভারপুল সোমবারের জয়ে আরও একটা রেকর্ড স্পর্শ করেছে। ১৯৭২ সালে বিল শাঙ্কলির লিভারপুল নিজেদের মাঠে টানা ২১ ম্যাচ জয়ের রেকর্ড গড়েছিল। সেই রেকর্ডটা স্পর্শ করেছে ক্লপের দলও।
শিরোনাম
- রাতে ভুটানের প্রধানমন্ত্রীর সঙ্গে বিএনপির বৈঠক
- নিয়ন্ত্রণ হারিয়ে শপিং কমপ্লেক্সে অটোরিকশা, আহত ২
- চুয়াডাঙ্গায় বাসের ধাক্কায় নারীর মৃত্যু, আহত ২
- পুলিশের ওপর হামলা চালিয়ে আসামি ছিনতাই, গ্রেপ্তার ১১
- ভূমিকম্প আতঙ্কে ৬ দিনের জন্য বন্ধ জবি
- বিশ্বের বিভিন্ন স্থানে ২৪ ঘণ্টায় ৯৪ ভূমিকম্প
- বিশাল জয়ে মুশফিকের শততম টেস্ট রাঙালো বাংলাদেশ
- ঢাবির প্রভোস্ট কমিটির জরুরি সভায় তিন সিদ্ধান্ত
- রাজশাহীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৮
- নতুন করে ন্যান্সি-ইমরান গাইলেন সেই কালজয়ী গান
- খুচরা সার ডিলার বহাল রাখার দাবিতে সুনামগঞ্জে মানববন্ধন
- শেখ হাসিনা-জয়-পুতুলের বিরুদ্ধে পৃথক তিন মামলার রায় ২৭ নভেম্বর
- কুলাউড়ায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বীজ-সার বিতরণ
- বগুড়ায় ট্রাক চাপায় অটোরিকশা চালক নিহত
- টুঙ্গিপাড়ায় সন্ত্রাসবিরোধী আইনে আ.লীগের ৪৬ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা
- রাজশাহীতে মাদকসহ ৬ কারবারি গ্রেপ্তার
- ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ১০৪৫ মামলা
- ৪৮ ঘন্টার জন্য দেশের জ্বালানি কূপগুলোতে ড্রিলিং কার্যক্রম বন্ধ
- হবিগঞ্জে কৃষককে কুপিয়ে হত্যা
- শেখ হাসিনা-রেহানার মামলার যুক্তিতর্ক ২৫ নভেম্বর
উৎসবের অপেক্ষায় লিভারপুল
ক্রীড়া ডেস্ক
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর