ইংলিশ প্রিমিয়ার লিগে দীর্ঘদিন কোনো শিরোপা জিততে পারেনি লিভারপুল। সেই ১৯৮৯-৯০ মৌসুমে শেষবারের মতো লিগ জিতেছিল অলরেডরা। এরপর বার বার লিগ শিরোপা জয়ে ফাইট দিয়েও ব্যর্থ হয়েছে তারা। কখনো ম্যানইউ, কখনো ম্যানসিটিতে স্বপ্ন ভঙ্গ হয়েছে তাদের। তবে শেষ পর্যন্ত দীর্ঘ তিন দশক পর লিগ জয়ের খুব কাছে পৌঁছে গেল লিভারপুল। আর মাত্র ৪টি ম্যাচ জিতলেই নিশ্চিত হবে লিগ শিরোপা। গত সোমবার লিভারপুল পিছিয়ে পড়েও ৩-২ গোলে হারিয়েছে ওয়েস্ট হ্যামকে। লিভারপুলের পক্ষে গোল করেছেন জর্জিনিয়ো উইনালডাম, মোহাম্মদ সালাহ এবং স্যাডিও মানে। এ জয়ে ২৭ ম্যাচে লিভারপুলের সংগ্রহ ৭৯ পয়েন্ট। ২২ পয়েন্টে পিছিয়ে থেকে ম্যানসিটি আছে দুই নম্বরে। হাতে আছে ১১ ম্যাচ। এর মধ্যে ৭ ম্যাচে হারলেও লিভারপুল লিগ জয় করবে। অলরেড সমর্থকরা কেবল চার জয়ের অপেক্ষায় প্রহর গুনছে। এরপরই শিরোপা উৎসব শুরু করতে পারবে তারা। গত সোমবারে জয়ের পাশাপাশি একটা দারুণ রেকর্ডও গড়েছে লিভারপুল। টানা ১৮ ম্যাচ জয় করেছে তারা লিগে। এর আগে ২০১৭ সালে টানা ১৮ ম্যাচ জয়ের রেকর্ড গড়েছিল ম্যানসিটি। রেকর্ডটা এবার ভেঙে দিতে পারেন মোহাম্মদ সালাহরা। সোমবার ম্যাচ জয়ের পর লিভারপুল কোচ জার্গেন ক্লপ বলছেন, ‘আমি কখনো ভাবিনি যে এই রেকর্ডটা স্পর্শ করা যাবে। আমরা এটা করেছি। সত্যি বলতে, এটা বিশ্বাসই হচ্ছে না।’ লিভারপুল সোমবারের জয়ে আরও একটা রেকর্ড স্পর্শ করেছে। ১৯৭২ সালে বিল শাঙ্কলির লিভারপুল নিজেদের মাঠে টানা ২১ ম্যাচ জয়ের রেকর্ড গড়েছিল। সেই রেকর্ডটা স্পর্শ করেছে ক্লপের দলও।
শিরোনাম
- ট্রাম্পের গাজা শান্তি পরিকল্পনা নিয়ে জাতিসংঘে ভোটাভুটি আজ
- বাংলাদেশি টাকায় আজকের মুদ্রা বিনিময় হার
- মেহেরপুর–কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কে আগুন জ্বালিয়ে অবরোধ
- যে কারণে আপিল করতে পারবেন না হাসিনা
- শাহবাগের ছবির হাটে ককটেল বিস্ফোরণ
- শাটডাউন ঠেকাতে কঠোর অবস্থানে প্রশাসন, নারায়ণগঞ্জে গ্রেপ্তার ১৫
- হাজার বার ফাঁসি দিলেও হাসিনার জন্য তা কম হবে: স্নিগ্ধ
- নারায়ণগঞ্জে সড়কে থামিয়ে রাখা বাসে আগুন
- শিবচরে মহাসড়কে বিএনপির অবস্থান কর্মসূচি
- ভাঙ্গায় মহাসড়কে কঠোর নজরদারি, আইনশৃঙ্খলা বাহিনীর টহল জোরদার
- ‘কোনো নিরাপত্তা ঝুঁকি নেই’
- ভিয়েতনামে ভূমিধসে চলন্ত বাসের ৬ যাত্রী নিহত, আহত ১৯
- হালান্ডের জোড়া গোলে নরওয়ের দীর্ঘ ২৭ বছরের অপেক্ষার অবসান
- সেঞ্চুরি করে দলকে জিতিয়ে ছিটকে যাওয়ার শঙ্কায় মিচেল
- লঙ্কানদের হোয়াইটওয়াশ করেই ছাড়ল পাকিস্তান
- হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের যে ৫ অভিযোগ
- মহেশ বাবু–রাজামৌলির ‘বারাণসী’র চোখ ধাঁধানো টিজার
- অগ্নিসন্ত্রাসের জনক একজনই: সোহেল তাজ
- রাজধানীর যেসব এলাকার মার্কেট বন্ধ আজ
- ট্রাইব্যুনালে আনা হয়েছে সাবেক আইজিপি মামুনকে
উৎসবের অপেক্ষায় লিভারপুল
ক্রীড়া ডেস্ক
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর