ইংলিশ প্রিমিয়ার লিগে দীর্ঘদিন কোনো শিরোপা জিততে পারেনি লিভারপুল। সেই ১৯৮৯-৯০ মৌসুমে শেষবারের মতো লিগ জিতেছিল অলরেডরা। এরপর বার বার লিগ শিরোপা জয়ে ফাইট দিয়েও ব্যর্থ হয়েছে তারা। কখনো ম্যানইউ, কখনো ম্যানসিটিতে স্বপ্ন ভঙ্গ হয়েছে তাদের। তবে শেষ পর্যন্ত দীর্ঘ তিন দশক পর লিগ জয়ের খুব কাছে পৌঁছে গেল লিভারপুল। আর মাত্র ৪টি ম্যাচ জিতলেই নিশ্চিত হবে লিগ শিরোপা। গত সোমবার লিভারপুল পিছিয়ে পড়েও ৩-২ গোলে হারিয়েছে ওয়েস্ট হ্যামকে। লিভারপুলের পক্ষে গোল করেছেন জর্জিনিয়ো উইনালডাম, মোহাম্মদ সালাহ এবং স্যাডিও মানে। এ জয়ে ২৭ ম্যাচে লিভারপুলের সংগ্রহ ৭৯ পয়েন্ট। ২২ পয়েন্টে পিছিয়ে থেকে ম্যানসিটি আছে দুই নম্বরে। হাতে আছে ১১ ম্যাচ। এর মধ্যে ৭ ম্যাচে হারলেও লিভারপুল লিগ জয় করবে। অলরেড সমর্থকরা কেবল চার জয়ের অপেক্ষায় প্রহর গুনছে। এরপরই শিরোপা উৎসব শুরু করতে পারবে তারা। গত সোমবারে জয়ের পাশাপাশি একটা দারুণ রেকর্ডও গড়েছে লিভারপুল। টানা ১৮ ম্যাচ জয় করেছে তারা লিগে। এর আগে ২০১৭ সালে টানা ১৮ ম্যাচ জয়ের রেকর্ড গড়েছিল ম্যানসিটি। রেকর্ডটা এবার ভেঙে দিতে পারেন মোহাম্মদ সালাহরা। সোমবার ম্যাচ জয়ের পর লিভারপুল কোচ জার্গেন ক্লপ বলছেন, ‘আমি কখনো ভাবিনি যে এই রেকর্ডটা স্পর্শ করা যাবে। আমরা এটা করেছি। সত্যি বলতে, এটা বিশ্বাসই হচ্ছে না।’ লিভারপুল সোমবারের জয়ে আরও একটা রেকর্ড স্পর্শ করেছে। ১৯৭২ সালে বিল শাঙ্কলির লিভারপুল নিজেদের মাঠে টানা ২১ ম্যাচ জয়ের রেকর্ড গড়েছিল। সেই রেকর্ডটা স্পর্শ করেছে ক্লপের দলও।
শিরোনাম
- রামগতিতে বসুন্ধরা শুভসংঘের নবগঠিত কমিটির পরিচিতি ও কর্মপরিকল্পনা সভা
- যে প্রশ্ন থেকে জন্ম নিল গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস
- ‘গরিবের প্রোটিন’ ব্রয়লারও এখন নাগালের বাইরে!
- মায়ের সঙ্গে তর্ক: অভিনেত্রীর ১৪ বছর বয়সী ছেলের আত্মহত্যা
- সীমান্তে ৩০ আফগান ‘জঙ্গি’ হত্যার দাবি পাকিস্তান সেনাবাহিনীর
- ‘২৭০ কোটি টাকা আত্মসাৎ’ : সাইফুল আলম-পিকে হালদারসহ ১৫ জনের বিরুদ্ধে দুদকের মামলা
- মৌলভীবাজারে মাদক সেবনের দায়ে ৬ জনের কারাদণ্ড
- গিলের ২৬৯ রানের মহাকাব্য, অধিনায়ক হিসেবে ভারতের সর্বোচ্চ টেস্ট রান
- মুরাদনগরের ধর্ষণকাণ্ডে চাঞ্চল্যকর তথ্য দিল র্যাব, মূল হোতা গ্রেফতার
- প্রতিদিন ৪০ আত্মহত্যা: চামড়া ও চেহারার যুদ্ধ দক্ষিণ কোরিয়ায়
- ডেলিভারিম্যান সেজে তরুণীকে ধর্ষণ
- চীন নয়, আমিরাতও নয়- তালেবানকে আনুষ্ঠানিক স্বীকৃতি দিল রাশিয়া!
- গাজায় গণহত্যায় ক্ষুধাকে অস্ত্র হিসেবে ব্যবহার করছে ইসরায়েল
- ৮ অস্কারজয়ী স্টুডিও এক ছবিতে, বাজেট শুনে প্রোডিউসাররাও অবাক
- ‘ক্ষমা চাইলেন পরেশ’
- হাসপাতালে স্বস্তিকা
- পাবনায় বাস-ট্রাক সংঘর্ষে নিহত ৩
- চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, নিহত ২
- আবুধাবিতে সাড়ে ৮৩ কোটি টাকার লটারি জিতলেন প্রবাসী বাংলাদেশি
- দৈনিক কোটি টাকার চাঁদাবাজি
উৎসবের অপেক্ষায় লিভারপুল
ক্রীড়া ডেস্ক
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর