ইংলিশ প্রিমিয়ার লিগে দীর্ঘদিন কোনো শিরোপা জিততে পারেনি লিভারপুল। সেই ১৯৮৯-৯০ মৌসুমে শেষবারের মতো লিগ জিতেছিল অলরেডরা। এরপর বার বার লিগ শিরোপা জয়ে ফাইট দিয়েও ব্যর্থ হয়েছে তারা। কখনো ম্যানইউ, কখনো ম্যানসিটিতে স্বপ্ন ভঙ্গ হয়েছে তাদের। তবে শেষ পর্যন্ত দীর্ঘ তিন দশক পর লিগ জয়ের খুব কাছে পৌঁছে গেল লিভারপুল। আর মাত্র ৪টি ম্যাচ জিতলেই নিশ্চিত হবে লিগ শিরোপা। গত সোমবার লিভারপুল পিছিয়ে পড়েও ৩-২ গোলে হারিয়েছে ওয়েস্ট হ্যামকে। লিভারপুলের পক্ষে গোল করেছেন জর্জিনিয়ো উইনালডাম, মোহাম্মদ সালাহ এবং স্যাডিও মানে। এ জয়ে ২৭ ম্যাচে লিভারপুলের সংগ্রহ ৭৯ পয়েন্ট। ২২ পয়েন্টে পিছিয়ে থেকে ম্যানসিটি আছে দুই নম্বরে। হাতে আছে ১১ ম্যাচ। এর মধ্যে ৭ ম্যাচে হারলেও লিভারপুল লিগ জয় করবে। অলরেড সমর্থকরা কেবল চার জয়ের অপেক্ষায় প্রহর গুনছে। এরপরই শিরোপা উৎসব শুরু করতে পারবে তারা। গত সোমবারে জয়ের পাশাপাশি একটা দারুণ রেকর্ডও গড়েছে লিভারপুল। টানা ১৮ ম্যাচ জয় করেছে তারা লিগে। এর আগে ২০১৭ সালে টানা ১৮ ম্যাচ জয়ের রেকর্ড গড়েছিল ম্যানসিটি। রেকর্ডটা এবার ভেঙে দিতে পারেন মোহাম্মদ সালাহরা। সোমবার ম্যাচ জয়ের পর লিভারপুল কোচ জার্গেন ক্লপ বলছেন, ‘আমি কখনো ভাবিনি যে এই রেকর্ডটা স্পর্শ করা যাবে। আমরা এটা করেছি। সত্যি বলতে, এটা বিশ্বাসই হচ্ছে না।’ লিভারপুল সোমবারের জয়ে আরও একটা রেকর্ড স্পর্শ করেছে। ১৯৭২ সালে বিল শাঙ্কলির লিভারপুল নিজেদের মাঠে টানা ২১ ম্যাচ জয়ের রেকর্ড গড়েছিল। সেই রেকর্ডটা স্পর্শ করেছে ক্লপের দলও।
শিরোনাম
- কীভাবে চালু করবেন ফোনে ভিওএলটিই ফিচার
- ধ্বংসস্তূপে পরিণত ফিলিপাইন, এবার বিপর্যয়ের মুখে ভিয়েতনাম
- ইরানে ইসরায়েলি হামলায় জড়িত থাকার কথা স্বীকার করলেন ট্রাম্প
- এবার ভিয়েতনামে তাণ্ডব চালাচ্ছে কালমেগি
- দুই বছরের লড়াই শেষে যুদ্ধবিরতিতে সম্মত আরএসএফ
- চকরিয়ায় ট্রেনে কাটা পড়ে বৃদ্ধ নিহত
- সিরিয়ার প্রেসিডেন্ট শারার ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিল জাতিসংঘ
- জুলাই সনদের ঐকমত্যের আইনানুগ বাস্তবায়নের আহ্বান বিএনপির
- আর্থিক খাতে জলবায়ু ঝুঁকি ব্যবস্থাপনায় নির্দেশিকা জারি
- দুই ভাইয়ের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষ, অগ্নিসংযোগ
- জরুরি প্রয়োজন ছাড়া চিকিৎসকদের বদলি-পদায়ন আপাতত বন্ধ
- জকসু’র খসড়া ভোটার তালিকা প্রকাশ, মোট ভোটার ১৬৩৬৫
- আফগানিস্তানে ফের গোলাবর্ষণ পাকিস্তানের
- জবিতে প্রথমবর্ষের ভর্তি আবেদন শুরু ২০ নভেম্বর
- ইতালি যাওয়া হলো না সেই বিড়াল ক্যান্ডির
- শহিদুল আলমের মনোনয়নের দাবিতে সাতক্ষীরা-৩ আসনে বিক্ষোভ সমাবেশ
- চীনের ট্যুরিজম ডেভেলপমেন্ট প্রোগ্রামে আমন্ত্রণ পেলেন শাবির অধ্যাপক ইফতেখার
- মাদারীপুরে জাহানকে মনোনয়ন দেওয়ার দাবিতে মিছিল
- ৪৪তম বিসিএসের ফলাফল পুনঃপ্রকাশ
- লজিস্টিক নীতিমালা প্রণয়নে বিনিয়োগ ও রপ্তানিতে আসবে গতি : প্রেস সচিব