বুধবার, ১১ মার্চ, ২০২০ ০০:০০ টা

বসুন্ধরা কিংসের ভাবনায় শুধুই জয়

রাশেদুর রহমান

বসুন্ধরা কিংসের ভাবনায় শুধুই জয়

এএফসি কাপ গ্রুপ পর্বের ম্যাচ সামনে রেখে অনুশীলনে ব্যস্ত বসুন্ধরা কিংস -বাফুফে

বর্তমান বিশ্ব ফুটবলে লিওনেল মেসিকেই সেরা ফুটবলার হিসেবে বিবেচনা করা হয়। আর্জেন্টিনা জাতীয় দল কিংবা বার্সেলোনায় সেই মেসির সঙ্গে যারা খেলেন, তাদেরকেও বিশেষ নজরে দেখে ফুটবল সমর্থকরা। আজ বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে আর্জেন্টাইন দলে মেসির সঙ্গে খেলা হারনান বারকোসকে খেলতে দেখা যাবে। আগেই কিংসের জার্সি গায়ে জড়িয়েছেন বারকোস। তবে অভিষেক হবে আজই। এএফসি কাপে বসুন্ধরা কিংস নিজেদের প্রথম ম্যাচে মালদ্বীপের ক্লাব টিসি স্পোর্টসের মুখোমুখি হচ্ছে। আন্তর্জাতিক ফুটবলে কিংসের এই অভিষেক ম্যাচেই ঢাকার মাঠে অভিষিক্ত হতে যাচ্ছেন বারকোস। অভিষেক মৌসুমেই লিগ জিতে এএফসি কাপ খেলার যোগ্যতা অর্জন করেছিল কিংস। এবার এএফসি কাপে অভিষেকে কী করে তাই দেখার বিষয়।

মালদ্বীপের ক্লাব টিসি স্পোর্টসকে গভীরভাবে বিশ্লেষণ করেছেন কিংস কোচ অস্কার ব্রুজোন। সবকিছু বিবেচনায় রেখেই গতকাল সংবাদ সম্মেলনে তিনি বলে গেলেন, আন্তর্জাতিক ফুটবলে কিংস যাত্রা করবে জয় দিয়েই। ব্রুজোন বলেন, ‘আমরা জানি, টিসি স্পোর্টস খুব ভালো দল। নিজেদের শক্তি বাড়িয়েছে ওরা। দলে আছেন হানিফ, সাইদ মোহাম্মদ, খলিল, ম্যালকম স্টুয়ার্টের মতো ফুটবলার। তাছাড়া আলি আশফাক আছে তাদের দলে। কাতারে পনের দিনের প্রস্তুতি ক্যাম্প করেছে তারা। তবে আমরাও প্রস্তুত। জয় দিয়েই এএফসি কাপ শুরু করতে চাই।’ মোহামেডানের বিপক্ষে লিগে গত ম্যাচে পরাজয়ের কোনো প্রভাব ফেলবে না এএফসি কাপে। এমন কথাই দিলেন ব্রুজোন। তিনি বলেন, ‘বারকোস দলে যুক্ত হচ্ছেন। তবে আমরা কেবল একজনের ওপর নির্ভর করেই মাঠে নামছি না। আমাদের আরও অনেক ভালো মানের ফুটবলার আছেন। সবাই মিলেই জয় চাই।’ বিষয়টা মানলেন টিসি স্পোর্টস কোচ মোহাম্মদ সাজলিও। তিনি বললেন, ‘বসুন্ধরা কিংসে হারনান বারকোস আর ড্যানিয়েল কলিনড্রেসের মতো ফুটবলার আছে। এ কারণে তারা এগিয়ে থাকবে। তবে বসুন্ধরা কিংস কেবল এ দুজনই নয়, আরও ফুটবলার আছে। সবাইকে নিয়েই ভাবতে হবে আমাদেরকে।’

বসুন্ধরা কিংস মালদ্বীপের ক্লাব নিউ রেডিয়েন্টের বিপক্ষে প্রীতি ম্যাচে মুখোমুখি হয়েছিল দুই বছর আগে। সেবার কিংস জয় পেয়েছিল ৫-১ গোলে। বাংলাদেশে কলিনড্রেসের অভিষেক হয়েছিল সেই ম্যাচে। দীর্ঘদিন পর মালদ্বীপের কোনো ক্লাবের বিপক্ষে মাঠে নামছে কিংস। তবে এবার কোনো প্রীতিম্যাচ নয়। এশিয়ান লেভেলের খুব গুরুত্বপূর্ণ এক ম্যাচ। আন্তর্জাতিক অঙ্গনে কিংসের পথচলার সূচনাবিন্দু। এ ম্যাচ জিতেই সামনের পদক্ষেপ আরও দৃঢ় করতে বদ্ধ পরিকর ব্রুজোনের শিষ্যরা। দলের অন্যতম ডিফেন্ডার তপু বর্মণ বললেন, ‘টিসি স্পোর্টস খুব ভালো দল। ওদের দলে আলি আশফাকের মতো লিজেন্ডারি ফুটবলার আছেন। তবে তাতে আমরা খুব একটা পার্থক্য দেখছি না। নিজেদের ওপর আস্থা আছে। কোচ আমাদেরকে নিয়ে যথেষ্ট পরিশ্রম করেছেন। মাঠে এবার নিজেদের সেরাটা দিয়ে নিজেদেরকে প্রমাণ করতে চাই। ভালো ফল দিয়ে এএফসি কাপ শুরু করতে চাই।’ কেবল তো গ্রুপপর্ব পাড়ি দেওয়া নয়, কিংসের লক্ষ্য বহুদূর। লিগে অভিষেকেই যেমন ইতিহাস গড়েছে, তেমনি এএফসি কাপেও ইতিহাস গড়ার লক্ষ্য নিয়ে ছুটছেন ব্রুজোনের শিষ্যরা।

বাংলাদেশের ফুটবলে সাড়া জাগানো ক্লাব বসুন্ধরা কিংস। ফুটবলের নবজাগরণে একের পর এক দারুণসব উদ্যোগ নিচ্ছে তারা। ইউরোপিয়ান ফুটবলের আদলে তারকা ফুটবলারকে সমর্থকগোষ্ঠীর সঙ্গে পরিচিত করাচ্ছে। অবকাঠামোগত উন্নয়নের পাশাপাশি ফুটবলের মানোন্নয়নে রাখছে দারুণ ভূমিকা। কিন্তু সার্বিকভাবে দেশের ফুটবলে অবকাঠামোগত উন্নয়ন না হলে, কিংসের একক চেষ্টা খুব একটা কাজে আসবে না বলে মনে করেন কোচ অস্কার ব্রুজোন। কিংসের এ স্প্যানিশ কোচ গতকাল সংবাদ সম্মেলনে বলেন, ‘আমরা দারুণ একটা মাঠে অনুশীলন করি। কিন্তু যখন খেলতে যাই বিভিন্ন স্থানে তখন তেমন ভালো মাঠ পাই না। এজন্য অনেক সময় ফলটাও ভালো হয় না।’ ফুটবলের সার্বিক উন্নয়নের জন্য সারা দেশে উন্নত অবকাঠামো গড়ে তোলার দাবি জানান ব্রুজোন।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর