রবিবার, ১৭ মে, ২০২০ ০০:০০ টা

আইপিএল বন্ধে ভারতের ক্ষতি ৪ হাজার কোটি রুপি

ক্রীড়া ডেস্ক

করোনাভাইরাসে বন্ধ সারা পৃথিবীর খেলাধুলা। মরণঘাতী কভিড-১৯-এর ধাক্কায় টালমাটাল বিশ্বের ফুটবল ফেডারেশন, ক্রিকেট বোর্ড, ক্লাব, ফ্রাঞ্জাইজি ও খেলোয়াড়রা। ক্রিকেট বিশ্বের সবচেয়ে জমজমাট আসর ইন্ডিয়ান প্রিমিয়ার লিগও বন্ধ। ২৯ মার্চ শুরুর কথা ছিল আইপিএল। কিন্তু করোনাভীতিতে ভারতীয় ক্রিকেট বোর্ড আসরটি বন্ধ করেছে অনির্দিষ্টকালের জন্য। এ টুর্নামেন্ট কবে মাঠে গড়াবে ঠিক হয়নি এখনো। যদি কোনো কারণে চলতি মৌসুমের আইপিএল বাতিল হয়ে যায়, তাহলে ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) ক্ষতি হবে প্রায় চার হাজার কোটি টাকা। এমনটাই জানিয়েছেন বিসিসিআই কোষাধ্যক্ষ অরুণ ধামাল, ‘বিসিসিআই আশঙ্কা করছে বড় অঙ্কের রাজস্ব হারানোর। আইপিএল যদি না হয়, ক্ষতির পরিমাণ হবে প্রায় ৪ হাজার কোটি রুপি। আমরা নিশ্চিত নই, এবারের আইপিএল হবে কিনা।’ আইপিএল না হলে শুধু বিসিসিআই নয়, ক্ষতিগ্রস্ত হবেন ক্রিকেটাররাও। সবচেয়ে বড় ক্ষতি ব্রডকাস্টারদের। পাঁচ বছরের জন্য ২২ কোটি ডলার বা এক হাজার ৪৩০ কোটি রুপিতে আইপিএলের সম্প্রচার স্বত্ব কিনেছে স্টার স্পোর্টস।

সর্বশেষ খবর