রবিবার, ২১ জুন, ২০২০ ০০:০০ টা

আইসোলেশনে সুস্থতার পথে নাফিস ইকবাল

ক্রীড়া প্রতিবেদক

আইসোলেশনে সুস্থতার পথে নাফিস ইকবাল

করোনাভাইরাসে বন্ধ খেলাধুলা। আর্থিক সংকটে ভুগছে ক্রিকেটার, কোচরা। এমন পরিস্থিতিতে এগিয়ে আসেন চট্টগ্রামের ‘খান’ পরিবার। কিছুদিন আগে ছোট ভাই তামিম ইকবালের অনুরোধে চট্টগ্রামে ৫০ জন কোচকে আর্থিক সহায়তা করেছিলেন নাফিস ইকবাল। এবার তিনি নিজেই আক্রান্ত হয়েছেন করোনাভাইরাসে। বাংলাদেশ জাতীয় দলের সাবেক ওপেনার নাফিস স্বীকার করেছেন কভিড-১৯ আক্রান্ত হওয়ার কথা। অবশ্য গত ১০ দিন ধরেই দেশের ক্রীড়াঙ্গনে গুঞ্জন ছিল তিনি করোনা আক্রান্ত। কিন্তু আনুষ্ঠানিকভাবে কিছু জানা যাচ্ছিল না। গতকাল তিনি আনুষ্ঠানিকভাবে স্বীকার বলেন, ‘অনেকের ফোনই ধরতে পারিনি। পরিস্থিতি আপনারা জানেন। ভালো লাগছে যে আপনারা সবাই দোওয়া করছেন, খবর নিচ্ছেন। আমি জানি, আপনারা সবাই আমাকে ভালোবাসেন। আমিও ভালোবাসি। শুধু সংক্ষেপে বলি, ১০ দিন আগে আমার শরীরে করোনাভাইরাসের লক্ষণ ধরা পড়ে। জ্বর, শরীর ব্যথা ছিল। দু-তিন দিন থাকে। এরপর আমি পরীক্ষা করাই। দুদিন পর পরীক্ষার ফলে জানতে পারি আমি পজিটিভ।’

সর্বশেষ খবর