রবিবার, ২৯ নভেম্বর, ২০২০ ০০:০০ টা

ইতিহাস গড়ার পথে কিংসের মেয়েরা

ক্রীড়া প্রতিবেদক

ইতিহাস গড়ার পথে কিংসের মেয়েরা

কিংসের নারী ফুটবলাররা

পেশাদার ফুটবল লিগে অভিষেক আসরেই চ্যাম্পিয়ন হয়ে ইতিহাস গড়ে বসুন্ধরা কিংস। এবার আরেকটি ইতিহাসের দ্বারপ্রান্তে দেশের জনপ্রিয় দলটি। তবে নতুন ইতিহাস এবার গড়তে যাচ্ছেন কিংসের নারী ফুটবলাররা। প্রথমবারের মতো বাংলাদেশ নারী লিগে অংশ নিয়ে শুধু শিরোপা নয় গোলের নতুন রেকর্ড গড়েছে তারা। যদিও বসুন্ধরা কিংস এখনো শিরোপা নিশ্চিত করতে পারেনি।

৯ ম্যাচে পূর্ণ ২৭ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে রয়েছে। ৯ ম্যাচে ৭৭ গোল, এ রেকর্ড শুধু বাংলাদেশ কেন উপমহাদেশে খুঁজে পাওয়া যায়নি। কিংসের বাকি আছে তিন ম্যাচ। তাতে চার পয়েন্ট সংগ্রহ করলেই শিরোপা উৎসবে মেতে উঠবেন সাবিনা খাতুনরা। তবে কিংসের যে দুরন্ত পারফরম্যান্স তাতে ৪ নয় ৩ ম্যাচেই ৯ পয়েন্ট পাওয়া নিশ্চিত বলা যায়। আর বাকি তিন ম্যাচের গোলের সংখ্যা সেঞ্চুরিতে ঠেকলেও অবাক হওয়ার কিছু থাকবে না। আগেও নারী লিগ হয়েছে। বড় বড় দল অংশও নিয়েছে। কিন্তু এবার বসুন্ধরার আগমনে লিগের জৌলুস বেড়ে গেছে। সাবিনা, আঁখি, মারিয়া, তহুরা, কৃষ্ণা, শিউলি ও মৌসুমীদের মতো দেশের পরিচিত নারী ফুটবলারদের নিয়ে দল গড়েছে। সাবিনারা বলছেন অনেক ক্লাবে খেলেছি। কিন্তু বসুন্ধরার ব্যবস্থাপনায় আমরা মুগ্ধ। কিংসের সভাপতি ইমরুল হাসান বলেন, ‘শুধু পুরুষ নয়, নারী ফুটবল উন্নয়নেও আমাদের ক্লাব ভূমিকা রাখবে। দলীয় সাফল্য তো আছেই নারী ফুটবলেও কিংস তৃণমূল পর্যায়ে কাজ করবে। আমরা নতুন নারী ফুটবলারের সন্ধানে নামব। যারা সামনে দেশের হয়ে সুনাম কুড়াতে পারবে।’

সর্বশেষ খবর