শুক্রবার, ১১ ডিসেম্বর, ২০২০ ০০:০০ টা

বখতিয়ার এবার শেখ রাসেলে

ক্রীড়া প্রতিবেদক

বখতিয়ার এবার শেখ রাসেলে

বসুন্ধরা কিংসের হয়ে দুর্দান্ত পারফরম্যান্স প্রদর্শন করেন। অভিষেক আসরেই দলের পেশাদার লিগে তার অবদানও কম নয়। সেই পরিচিত বিদেশি মুখ বখতিয়ার দুইশভেকভকে এবার দেখা যাবে শেখ রাসেল ক্রীড়া চক্রে। গতকাল ক্লাবের পরিচালক (ক্রীড়া) সালেহ জামান সেলিম বিষয়টি নিশ্চিত করেন। বলেন, কিরগিজস্তানের এ ফুটবলারের সঙ্গে আমাদের আলোচনা চূড়ান্ত হয়েছে। ৩/৪ দিনের মধ্যেই ঢাকা চলে আসবেন বখতিয়ার। তাকে দলে পেতে সহযোগিতা করেছেন বসুন্ধরা কিংসের সভাপতি ইমরুল হাসান।

২০১৯ সালে ড্যানিয়েল কলিনড্রেস ও বখতিয়ারের জুটি দর্শকদের মুগ্ধ করেছে। তাদেরই নৈপুণ্যে কিংস শুরুতে লিগে চ্যাম্পিয়ন হয়। করোনাভাইরাসে লিগ বন্ধ হওয়ার পর কলিনড্রেসের সঙ্গে বখতিয়ারকেও বিদায় জানায় কিংস ম্যানেজমেন্ট। এএফসি কাপের জন্য দলটি নতুন বিদেশি সংগ্রহ করে। যদিও করোনার কারণে এ টুর্নামেন্ট হতে পারেনি। কিংস তাদের বিদেশি কোটা পূরণ করেছে। শেখ রাসেলও দুজনকে নিশ্চিত করেছে। বখতিয়ার ছাড়াও আসছেন ব্রাজিলিয়ান ফুটবলার। সেলিম বলেন, শেখ রাসেলের লক্ষ্য একটাই শিরোপা। আশা করি এবার আমরা সফল হব।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর