বৃহস্পতিবার, ১৭ ডিসেম্বর, ২০২০ ০০:০০ টা

বেনজেমার ডাবলে রিয়ালের জয়

ক্রীড়া ডেস্ক

বেনজেমার ডাবলে রিয়ালের জয়

ক্রিস্টিয়ানো রোনালদো চলে যাওয়ার পর থেকে রিয়াল মাদ্রিদকে এগিয়ে নিচ্ছেন ফরাসি তারকা করিম বেনজেমা। ২০১৮ সালে রোনালদো চলে যাওয়ার পর থেকে করিম বেনজেমা রিয়ালের জার্সিতে ৬৭ গোল করেছেন। গত মঙ্গলবার গভীর রাতে স্প্যানিশ লা লিগার ম্যাচে রিয়াল মাদ্রিদ ৩-১ গোলে হারিয়েছে অ্যাথলেটিক বিলবাওকে। রিয়ালের পক্ষে দুটি গোল করেছেন করিম বেনজেমা। এছাড়াও টনি ক্রুজ করেছেন একটি গোল। এ জয়ে রিয়াল মাদ্রিদ ১৩ ম্যাচে ২৬ পয়েন্ট সংগ্রহ করে অ্যাটলেটিকোর সমান্তরালে চলে এলো। অ্যাটলেটিকো ১১ ম্যাচে ২৬ পয়েন্ট নিয়ে দুইয়ে আছে। রিয়াল সুসিদাদ ১৩ ম্যাচে ২৬ পয়েন্ট নিয়ে গোল ব্যবধানে এগিয়ে থাকায় শীর্ষে অবস্থান করছে।

রিয়াল মাদ্রিদ একের পর এক জয় পেয়েই চলেছে। টানা চার ম্যাচে জয় পেয়েছে তারা। লা লিগায় টানা তিন ম্যাচ জিতেছে লস ব্ল্যাঙ্কোসরা। জিনেদিন জিদানের মুখে হাসি ফিরেছে। রিয়াল ভক্তরাও স্বস্তির নিঃশ্বাস ফেলছেন। করিম বেনজেমার প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন জিদান। রিয়াল কোচের মতে, ফ্রান্সে কখনো বেনজেমার চেয়ে ভালো স্ট্রাইকার ছিল না। চলতি মৌসুমে লা লিগায় বেনজেমা ৬ গোল করেছেন। তালিকার দুইয়ে আছেন তিনি। সেল্টা ভিগোর ইয়াগো অ্যাসপাস এবং রিয়াল সুসিদাদের মাইকেল ৭টি করে গোল করে আছেন শীর্ষে। মেসি ৫ গোল করে যৌথভাবে তিনে অবস্থান করছেন।

সর্বশেষ খবর