বুধবার, ১৩ জানুয়ারি, ২০২১ ০০:০০ টা

মিসবাহর অভিযোগ আমিরের কথার সত্যতা নেইগ

ক্রীড়া ডেস্ক

যেসব কারণ দেখিয়ে হঠাৎ অবসরে গেছেন  মোহাম্মদ আমির তার সত্যতা নেই বলে দাবি করলেন মিসবাহ-উল-হক। পাকিস্তান প্রধান কোচের মতে বানিয়ে বানিয়ে কথা বলে আসল সত্য আড়াল করতে চাইছেন আমির। আগেই টেস্ট ক্রিকেট থেকে অবসরে যাওয়া আমির গত মাসে হঠাৎ ক্রিকেটের সব সংস্করণ থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন। কারণ হিসেবে আমির বলেছিলেন প্রচণ্ড মানসিক নির্যাতন, অসহনীয় চাপ ও দলে বৈরী পরিবেশের কথা। টিম ম্যানেজমেন্টকে কাঠগড়ায় দাঁড় করান তিনি। আলাদা করে আঙুল তোলেন বোলিং কোচ ওয়াকার ইউনিসের দিকে। সংবাদ সম্মেলন ডেকে এসব অভিযোগ ভিত্তিহীন বলেন মিসবাহ। তিনি বলেন, আমিরের কথার কোনো সত্যতা নেই। ছয়জন নির্বাচক ছিলেন, সঙ্গে আমি প্রধান নির্বাচক। তারপর অধিনায়ক তো ছিলেনই। কেবল একজনই দল নির্বাচনে প্রভাব রেখেছেন এটা কোনোভাবেই সম্ভব নয়।

সর্বশেষ খবর