স্বাধীনতার পর ১৯৭২ সালেই বাংলাদেশ হকি ফেডারেশন গঠন হয়। তৎকালীন শিক্ষামন্ত্রী ইউসুফ আলী একই সঙ্গে ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্বে থাকায় ১৯৭৪ সাল পর্যন্ত তিনি ক্রীড়াঙ্গনের প্রতিটি ফেডারেশনের সভাপতি ছিলেন। তবে হকি ফেডারেশনের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ছিলেন মাহমুদুর রহমান মোমিন। ১৯৭৩ সালে হকির প্রথম লিগ মাঠে গড়ায়। ১৯৭৭-৭৮ মৌসুমে আন্তর্জাতিক হকিতে বাংলাদেশের অভিষেক হয়। প্রথম অধিনায়ক ছিলেন আবদুস সাদেক।