শিরোনাম
শুক্রবার, ২৬ ফেব্রুয়ারি, ২০২১ ০০:০০ টা
মোহামেডানের নির্বাচন

সভাপতি পদে মনোনয়ন ক্রয়

ক্রীড়া প্রতিবেদক

একজন সভাপতি পদে মনোনয়নপত্র কিনেছেন তিনজন। অন্যদিকে ১৬টি ডিরেক্টর পদে মনোনয়ন কিনেছেন ৫১ জন। ৬ মার্চ ঐতিহ্যবাহী ঢাকা মোহামেডানের নির্বাচন অনুষ্ঠিত হবে। দুদিনব্যাপী মনোনয়নপত্র বিক্রির শেষ দিন ছিল গতকাল। ১ মার্চ মনোনয়নপত্র জমা ও ৩ মার্চ প্রত্যাহারের শেষ দিন। যদি সভাপতি পদে মনোনয়নপত্র কেউ প্রত্যাহার না করেন তাহলে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন ঢাকা-৬ আসনের সংসদ সদস্য কাজী ফিরোজ রশিদ, সাবেক সেনাবাহিনী প্রধান জেনারেল (অব.) মো. আবদুল মুবীন, সাবেক সভাপতি ও ওরিয়ন গ্রুপের চেয়ারম্যান ওবায়দুল করিম।

সাইফ পাওয়ার টেকের কর্ণধার তরফদার মো. রুহুল আমিন ও ক্যাসিনোকান্ডে গ্রেফতার হওয়া লোকমান হোসেন ভূঁইয়া, ফজলুর রহমান বাবুল, ইমতিয়াজ সুলতান জনি, রুম্মন ওয়ালি বিন সাব্বির ডিরেক্টর পদে মনোনয়নপত্র কিনেছেন। বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন, ক্রিকেটার সাকিব আল হাসান নতুনভাবে মোহামেডানের স্থায়ী সদস্য হয়েছেন।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর