রবিবার, ২৮ মার্চ, ২০২১ ০০:০০ টা

ভারত-ইংল্যান্ড ‘ফাইনাল’

‘প্রথম ম্যাচে হারার পর আমাদের নিয়ে অনেক সমালোচনা হয়েছে। দ্বিতীয় ম্যাচে আমরা দেখিয়ে দিয়েছি।’

ক্রীড়া ডেস্ক

ভারত-ইংল্যান্ড তৃতীয় ওয়ানডে আজ পুনেতে। প্রথম দুই ম্যাচে ১-১ সমতা হওয়ায় শেষ ম্যাচ অঘোষিত ফাইনাল।

ভারতের বিরুদ্ধে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে রেকর্ড গড়ে জিতেছে ইংল্যান্ড। ক্যারিশম্যাটিক ব্যাটিং করেছেন ইংল্যান্ডের দুই ব্যাটসম্যান জনি বেয়ারস্টো ও বেন স্টোকস। ভারতের দেওয়া ৩৩৭ রানের লক্ষ্যে পৌঁছেছে ৩৯ বল হাতে রেখেই। ভারতের বিরুদ্ধে রান তাড়া করে জয়ের নতুন রেকর্ড এটি। তা ছাড়া ইংল্যান্ডের ইতিহাসে পঞ্চম সেরা।

রেকর্ডগড়া ম্যাচে বেয়ারস্টো ও স্টোকস এতটাই চমৎকার ব্যাটিং করেছেন যে, এমন ম্যাচে ভারতের কোনো আশাই ছিল না বলে মন্তব্য করেছেন বিরাট কোহলি। তিনি বলেন, ‘তাদের পার্টনারশিপ ছিল দেখার মতো। এমন এক জুটির পর আমাদের ম্যাচে ফেরার কোনো সুযোগই ছিল না।’ শেষ ম্যাচে জয়ের জন্য বদ্ধপরিকর ভারত। এই ম্যাচ হারলে সিরিজেই হেরে যাবে। এর আগে দুটি ওয়ানডে সিরিজ হেরেছে তারা। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ১-২ এবং নিউজিল্যান্ডের বিরুদ্ধে ০-৩। টানা তৃতীয় সিরিজ হারের লজ্জায় পড়তে চায় না ভারত।

জয়ের জন্য মরিয়া ইংল্যান্ডের অধিনায়ক জোস বাটলারও। তিনি বলেন, ‘প্রথম ম্যাচে হারার পর আমাদের নিয়ে অনেক সমালোচনা হয়েছে। দ্বিতীয় ম্যাচে আমরা দেখিয়ে দিয়েছি, আমাদের সামর্থ্য আছে। শেষ ম্যাচেও একই স্টাইলে খেলব আমরা।’

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর