বুধবার, ৭ এপ্রিল, ২০২১ ০০:০০ টা
উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ

পিএসজির প্রতিশোধের মিশন

ক্রীড়া ডেস্ক

পিএসজির প্রতিশোধের মিশন

উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে প্রতিশোধের মিশন নিয়ে জার্মানিতে যাচ্ছে পিএসজি। আজ কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে অ্যালাইঞ্জ অ্যারিনায় বায়ার্ন মিউনিখের মুখোমুখি হবে ফরাসি ক্লাবটি। গত মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালে বায়ার্নের কাছে পরাজিত হয়েছিল পিএসজি। সেই হারের প্রতিশোধ কী আজ নিতে পারবেন নেইমাররা?

বায়ার্ন মিউনিখের জার্সিতে আজ মাঠে নামতে পারছেন না দলের প্রধান তারকা পোল্যান্ডের রবার্ট লেবানডস্কি। ইনজুরিতে আক্রান্ত হয়ে মাঠের বাইরে তিনি। অন্যদিকে নেইমারকে নিয়েই খেলতে নামবে পিএসজি। পূর্ণ শক্তির দল নিয়ে খেলতে নেমে বায়ার্ন মিউনিখের বিপক্ষে প্রতিশোধ নিতে পারবেন নেইমাররা! তবে বায়ার্নকে হারানো সহজ হবে না। পিএসজি অধিনায়ক মারকুইনহস বলেন, ‘আমাদের সক্ষমতা যেমন আছে, দুর্বলতাও আছে। আমাদেরকে গত মৌসুমের মতোই ধারাবাহিকভাবে ভালো খেলতে হবে।’ লেবানডস্কির অনুপস্থিতি পিএসজিকে সুবিধা দিতে পারে। গত মৌসুমে ফাইনালে বায়ার্ন মিউনিখ ১-০ গোলে হারিয়েছিল পিএসজিকে।

চ্যাম্পিয়ন্স লিগে ১০ নম্বর ম্যাচে মুখোমুখি হবে বায়ার্ন-পিএসজি। আগের ৯ বারের চারবার জয় পেয়েছে বায়ার্ন মিউনিখ। পাঁচবার জয় পেয়েছে পিএসজি।

বায়ার্ন মিউনিখ চ্যাম্পিয়ন্স লিগে রিয়াল মাদ্রিদের পর (১০ ম্যাচ) সবচেয়ে বেশি ম্যাচ হেরেছে পিএসজির বিপক্ষে। বর্তমানে বায়ার্ন মিউনিখ ফুটবলে দুর্দান্ত এক দল। চ্যাম্পিয়ন্স লিগে তারা গত ১৯ ম্যাচ অপরাজিত। এর মধ্যে ১৮টা ম্যাচেই জয় পেয়েছে। একটাতে ড্র করেছে। আজ একটা রেকর্ড গড়তে পারে বায়ার্ন। ম্যানইউর পর চ্যাম্পিয়ন্স লিগে টানা ২০ ম্যাচ অপরাজিত থাকতে পারে তারা। ম্যানইউ ২০০৭-০৯ সালে টানা ২৫ ম্যাচ অপরাজিত ছিল চ্যাম্পিয়ন্স লিগে। দারুণ এই রেকর্ডধারী বায়ার্ন মিউনিখের বিপক্ষে আজ কতোটা ভালো করতে পারবেন নেইমাররা!

এদিকে আজ কোয়ার্টার ফাইনালে প্রথম লেগ খেলতে নামছে পোর্তো-চেলসি। পর্তুগিজ ক্লাব পোর্তো ২০০৩-০৪ মৌসুমের পর চ্যাম্পিয়ন্স লিগে সেমিফাইনাল খেলতে পারেনি। দীর্ঘদিন পর শেষ চারে খেলার সুযোগ অপেক্ষা করছে পোর্তোর সামনে। চেলসি শেষবার সেমিফাইনাল খেলেছে ২০১৩-১৪ মৌসুমে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর