রবিবার, ১১ এপ্রিল, ২০২১ ০০:০০ টা

মাবিয়ার দৃষ্টি অলিম্পিকে

আমার লক্ষ্য হচ্ছে অলিম্পিক। সেভাবেই নিজেকে প্রস্তুত করছি

মাবিয়ার দৃষ্টি অলিম্পিকে

বাংলাদেশ আনসারের মেয়ে মাবিয়া আক্তার সীমান্ত বঙ্গবন্ধু নবম বাংলাদেশ গেমস ভারোত্তোলনে তিনটি জাতীয় রেকর্ড গড়েছেন। ময়মনসিংহ জেলা জিমনেসিয়ামে স্ন্যাচে ৮০ কেজি, ক্লিন অ্যান্ড জার্কে ১০১ কেজি এবং মোট ১৮১ কেজি তুলে তিন রেকর্ড গড়েন টানা দুই এস এ গেমসে সোনাজয়ী এ নারী ভারোত্তোলক। এবার তার দৃষ্টি অলিম্পিকে। মাবিয়া বলেন, ‘আমার রেকর্ড যেন জুনিয়রদের অনুপ্রেরণা হিসেবে কাজ করে। প্রতিবছরই চেষ্টা করি নিজের  রেকর্ডের চেয়ে ভালো করার।’

 নিজের স্বপ্নের কথা জানিয়ে মাবিয়া বলেন, ‘আমার লক্ষ্য হচ্ছে অলিম্পিক। সেভাবেই নিজেকে প্রস্তুত করছি। আমার  ফোকাস থাকবে অলিম্পিকে ভালো করার। মাঝে  যেসব প্রতিযোগিতা আসবে, সেগুলো অলিম্পিকের প্রস্তুতি মনে করেই অংশ নিব।’

সর্বশেষ খবর