শনিবার, ১৭ এপ্রিল, ২০২১ ০০:০০ টা
এলপিজিএ

হাওয়াইয়ে হাওয়ায় উড়ছেন ফিলিপাইনের মেয়ে

ক্রীড়া ডেস্ক

হাওয়াইয়ে হাওয়ায় উড়ছেন ফিলিপাইনের মেয়ে

ইয়োকা সেসো

বিশ্বে করোনার দ্বিতীয় ঢেউ চলছে। কিন্তু আমেরিকায় এ নিয়ে কোনো মাথা ব্যথা নেই। অনেক দেশ খেলাধুলা বন্ধ করে রাখলেও আমেরিকা ব্যতিক্রম। তাদের সব ক্রীড়া ইভেন্টই যেন অনেক স্বাভাবিকভাবে চলছে।  যুক্তরাষ্ট্রের মূল ভূখণ্ড  থেকে ২ হাজার মাইল দূরে সাগরের বুকে হাওয়াই দ্বীপের হনুলুলুতে চলছে মেয়েদের গলফের জনপ্রিয় টুর্নামেন্ট লোটে চ্যাম্পিয়নশিপ। এলপিজিএর এ টুর্নামেন্টে প্রথম দুই রাউন্ডে বাজিমাত করে দিয়েছেন ফিলিপাইনের মেয়ে ইয়োকা সেসো। প্রথম দুই রাউন্ডেই তিনি ‘১৬ আন্ডার পার’ খেলেছেন।

প্রচ  বাতাসের মধ্যে প্রথম রাউন্ড মিলে পারের চেয়ে ১৬ শট কম খেলা যেকোনো গলফারের জন্যই স্বপ্নের মতো। পরের দুই রাউন্ড ঠিকঠাক খেলতে পারলেই স্বপ্ন পূরণ হয়ে যাবে তার। দ্বিতীয় রাউন্ড শেষে ১৯ বছর বয়সী এ গলফার বলেন, ‘আমি সব সময় চেষ্টা করছি নিজের স্বাভাবিক খেলা প্রদর্শন করতে। কিন্তু কোর্সে এত বেশি বাতাস যে, ভাষায় প্রকাশ করা যাবে না। তারপরও এত ভালো করতে পারায় আমি খুবই খুশি।’

সর্বশেষ খবর