মঙ্গলবার, ২০ এপ্রিল, ২০২১ ০০:০০ টা

হতাশার মাঝেও আশার আলো জিমন্যাস্টিকসে

ক্রীড়া প্রতিবেদক

থমকিয়ে যাওয়া জিমন্যাস্টিকসে নতুন আলো জেগে উঠেছে। এবার বঙ্গবন্ধু বাংলাদেশ গেমসে ইতিহাসে সর্বোচ্চ ৬০টি রেকর্ড সৃষ্টি হয়েছে। যার মধ্যে জিমন্যাস্টিকস এগিয়ে। নানা কারণে দেশের আলোচিত এ খেলা ঝিমিয়ে পড়েছিল। জাতীয় চ্যাম্পিয়নশিপে নজরকাড়া পারফরম্যান্সও চোখে পড়ছিল না। এ জন্যে আন্তর্জাতিক গেমসে জিমন্যাস্টিকসের যাওয়া অনেকটাই বন্ধ হয়ে যায়। ঢাকঢোল পিটিয়ে যুক্তরাষ্ট্র প্রবাসী সাইক সিজার অলিম্পিক গেমসে অংশ নিলেও হতাশা ছাড়া কিছুই দিতে পারেননি।

এ নিয়ে কর্মকর্তাদের আক্ষেপের কমতি নেই। তাদের কথা অর্থ সংকটে আমরা এগুতে পারছি না। উন্নতমানের সরঞ্জাম নেই বলে জিমন্যাস্টরা নিজেদের সেভাবে প্রস্তুত করতে পারছে না। এমন হতাশার মধ্যে দেশের বাংলাদেশ গেমসে আশার সঞ্চার হয়েছে জিমন্যাস্টিকসে। সাফল্যের কথা বললে এবার নতুনরাই ঝড় তুলেছে। 

রাজিব চাকমা, শিশির আহমেদ, আবু সাঈদ রাফি, সাজিদ হক, সাদ্দাম হোসেন ও মহিলায় নুর আক্তারের চোখ ধাঁধানো পারফম্যান্স প্রদর্শন করেছেন। ফেডারেশনের সাধারণ সম্পাদক মো. আহমেদুর রহমান বলেন, ধারাবাহিকতা ধরে রাখতে হলে উন্নত মানের অনুশীলন দরকার। প্রয়োজন পর্যাপ্ত ফান্ডের। সবচেয়ে বড় কথা জিমন্যাস্টিকসের আলাদা কোনো ভেন্যু নেই। অথচ আমাদের জন্য তা জরুরি হয়ে পড়েছে।

সর্বশেষ খবর