মঙ্গলবার, ৪ মে, ২০২১ ০০:০০ টা
উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ

ম্যানসিটি-পিএসজি ফাইনালে ওঠার লড়াই

ক্রীড়া ডেস্ক

ম্যানসিটি-পিএসজি ফাইনালে ওঠার লড়াই

পেপ গার্ডিওলার ম্যানচেস্টার সিটি দলগত শক্তির বিচারে দারুণ এক দল। অন্যদিকে পিএসজি তারকাসমৃদ্ধ। নেইমারের কৌশল আর কিলিয়ান এমবাপ্পের দ্রুতগতির সামনে ম্যানসিটির দলগত প্রতিরোধ কী টিকে থাকবে? উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ সেমিফাইনালের দ্বিতীয় লেগেই তা প্রমাণ হয়ে যাবে। আজ ইতিহাদ স্টেডিয়ামে ম্যানসিটির মুখোমুখি হচ্ছে পিএসজি।

সেমিফাইনালের প্রথম লেগে পিএসজির মাঠে ২-১ গোলে জয় পেয়েছে ম্যানসিটি। অনেকটা এগিয়ে থেকেই আজ দ্বিতীয় লেগ খেলতে নামবে তারা।  ব্রাজিলিয়ান তারকা নেইমার ঘোষণা দিয়েছেন, যে কোনো মূল্যেই তিনি ম্যানসিটির মাঠে দলকে জয় উপহার দিতে চান। সামনের সারির যোদ্ধার মতোই খেলার কথা বলেছেন তিনি। চ্যাম্পিয়ন্স লিগে টানা দ্বিতীয় ফাইনাল খেলতে হলে পিএসজিকে আজ অন্তত ২-০ গোলে জিততে হবে। গতবার ফাইনালে পিএসজি হেরেছিল বায়ার্ন মিউনিখের কাছে। এবার ফাইনাল নিশ্চিত করাটাই তাদের জন্য কঠিন হয়ে যাচ্ছে।

দারুণ একটা রেকর্ড নিয়ে আজ মাঠে নামবে ম্যানচেস্টার সিটি। ইউরোপিয়ান কাপ অথবা চ্যাম্পিয়ন্স লিগে দুই লেগের নকআউট পর্বে ইংলিশ ক্লাবগুলোর দারুণ এক রেকর্ড আছে। নকআউট পর্বে প্রতিপক্ষের মাঠে প্রথম লেগে ৪৭ বার জয় পেয়েছে ইংলিশ ক্লাবগুলো। মজার ব্যাপার হলো, ৪৭ বারই পরের রাউন্ডে খেলেছে ইংলিশরা। ম্যানসিটি কী রেকর্ডটা এগিয়ে নিতে পারবে? নাকি ইংলিশদের রেকর্ডটা থামিয়ে দিবে পিএসজি!

পিএজসির বিপক্ষে ইউরোপিয়ান প্রতিযোগিতায় চারবার মুখোমুখি চারবারই অপরাজিত আছে ম্যানসিটি। এর মধ্যে দুইবার জয় পেয়েছে। দুইবার ড্র করেছে। আজ ম্যানসিটি যে কোনো ব্যবধানে ড্র করলেই ফাইনালে পৌঁছে যাবে। এমনকি ১-০ গোলে হারলেও ফাইনালে খেলবে গার্ডিওলার দল। তবে প্রথম লেগ জয়ের পরই পেপ গার্ডিওলা শিষ্যদের সতর্ক করে দিয়ে বলেছেন, ‘কাজ এখনো বাকি। আরও নব্বই মিনিট খেলতে হবে।’

পিএসজি আজ কিলিয়ান এমবাপ্পেকে নিয়েই মাঠে নামবে বলে আশা করছেন কোচ মরিসিও পোচেত্তিনো। এমবাপ্পে ম্যানসিটির বিপক্ষে প্রথম লেগ খেলার সময় পায়ে সামান্য আঘাত পেয়েছিলেন। পোচেত্তিনো বলেন, ‘আমরা প্রতিদিনই এমবাপ্পেকে পরীক্ষা করেছি। আশা করি, সে খেলতে পারবে ম্যানসিটির বিপক্ষে।’

সর্বশেষ খবর