শনিবার, ৮ মে, ২০২১ ০০:০০ টা

মেসির দিকে তাকিয়ে বার্সা

ক্রীড়া ডেস্ক

মেসির দিকে তাকিয়ে বার্সা

স্প্যানিশ লা লিগায় সবচেয়ে কঠিন এবং গুরুত্বপূর্ণ ম্যাচে খেলতে নামছে বার্সেলোনা ও অ্যাটলেটিকো মাদ্রিদ। ন্যূ ক্যাম্পে আজ বাংলাদেশ সময় রাত সোয়া ৮টায় মুখোমুখি হবে দুই দল। ম্যাচটাকে লা লিগার শিরোপা নির্ধারণীও বলা যায়! গুরুত্বপূর্ণ এ ম্যাচে মেসির দিকেই তাকিয়ে আছেন বার্সা সমর্থকরা।

বারবার রং বদলিয়েছে এবারের লা লিগা। কখনো রিয়াল মাদ্রিদ, কখনো অ্যাটলেটিকো আবার কখনো বার্সেলোনার সম্ভাবনা বেড়েছে। এমনকি লড়াইয়ে আছে পয়েন্ট তালিকার চার নম্বরে থাকা সেভিয়াও। স্প্যানিশ ফুটবলে এমন চতুর্মুখী লড়াই খুব কমই দেখা যায়। সাধারণত শিরোপার লড়াই বার্সা ও রিয়ালের মধ্যেই সীমাবদ্ধ থাকে। লিগে বর্তমানে ৩৪ ম্যাচে ৭৬ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে অ্যাটলেটিকো মাদ্রিদ। সমান ম্যাচে ৭৪ পয়েন্ট নিয়ে দুইয়ে রিয়াল ও ৭৪ পয়েন্ট নিয়ে তিনে বার্সেলোনা। রিয়ালের সঙ্গে পয়েন্ট সমান হলেও হেড-টু-হেডে পিছিয়ে আছে বার্সা। সেভিয়া ৭০ পয়েন্ট চার নম্বরে অবস্থান করছে।

আজ অ্যাটলেটিকোর বিপক্ষে জিতলে বার্সার সামনে লিগ জয়ের সম্ভাবনা বেড়ে যাবে। অবশ্য সেক্ষেত্রে রিয়াল মাদ্রিদকে অন্তত এক ম্যাচে পয়েন্ট হারাতে হবে। বার্সাকেও জিততে হবে হাতে থাকা সব ম্যাচ। অ্যাটলেটিকোর সামনে সহজ সমীকরণ। চারটা ম্যাচ জিতলেই চ্যাম্পিয়ন। আজ অ্যাটলেটিকো হারলে ও রিয়াল  সামনের সবকটি ম্যাচ জিতলে লা লিগা জিতবে জিদানের দল। বার্সা-অ্যাটলেটিকো ম্যাচকেই এবার লা লিগার ‘ফাইনাল’ বলে দাবি করা যায়!

 

মুখোমুখি বার্সা-অ্যাটলেটিকো

বার্সেলোনা লা লিগায় গত ২১ ম্যাচে অ্যাটলেটিকোর বিপক্ষে মাত্র একবার পরাজিত হয়েছেন। জয় পেয়েছে ১৪ বার। ড্র করেছে ৬ বার।

২০২১ সালে লা লিগায় বার্সেলোনা ৪৯ পয়েন্ট সংগ্রহ করেছে। অ্যাটলেটিকো এ সময়ে সংগ্রহ করেছে ৪১ পয়েন্ট।

২০১৬ সালের পর ঘরের মাঠে টানা দুই ম্যাচ হারের শঙ্কা বার্সেলোনার সামনে। গত ম্যাচে গ্রানাডার কাছে হেরেছে তারা ন্যু ক্যাম্পে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর