শনিবার, ১২ জুন, ২০২১ ০০:০০ টা

আদালতের রায় কোপার পক্ষে

ক্রীড়া ডেস্ক

ল্যাটিন আমেরিকান ফুটবলের সেরা আসর কোপা আমেরিকা আয়োজন নিয়ে শঙ্কা অনেকটাই কেটে গেল। কলম্বিয়া ও আর্জেন্টিনাকে আয়োজকের তালিকা থেকে বাদ দেওয়ার পর ব্রাজিলকে নতুন আয়োজন ঘোষণার পর থেকেই নানা ধরনের বিতর্ক চলছিল। ব্রাজিলিয়ান ফুটবলাররা নিজেদের দেশে কোপা আমেরিকা খেলতে চাইছিলেন না। তাদের সঙ্গে যোগ হয়েছিল আর্জেন্টিনা, উরুগুয়েসহ আরও বেশ কয়েকটি দেশের ফুটবলাররা। তাছাড়া ব্রাজিলে করোনা পরিস্থিতির মাঝে কোপা আমেরিকা বন্ধ করার আদেশ চেয়ে আদালতে তিনটি রিটও করা হয়েছিল। এর মধ্যে দুটি খারিজ করে দিয়েছে দেশটির সুপ্রিম কোর্ট। তৃতীয় আবেদনটিও আদালত খারিজ করে দেবে বলে ধারণা করা হচ্ছে। সব ঠিক থাকলে ব্রাজিল-ভেনেজুয়েলা ম্যাচ দিয়ে সোমবার বাংলাদেশ সময় ভোরে মাঠে গড়াতে যাচ্ছে কোপা আমেরিকার ৪৭তম আসর।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর