রবিবার, ১ আগস্ট, ২০২১ ০০:০০ টা

টেনিসে ইতিহাস বেনচিচের

ক্রীড়া ডেস্ক

টেনিসে ইতিহাস বেনচিচের

টোকিও অলিম্পিকে চমক দেখিয়েছেন সুইজারল্যান্ডের মেয়ে বেলিন্দা বেনচিচ। গতকাল আরিয়াকে টেনিস পার্কে অনুষ্ঠিত এ ম্যাচে ২-১ ব্যবধানে তিনি জিতে সোনার পদক গলায় ঝুলিয়েছেন। ২৪ বছর বয়সী এ খেলোয়াড়ের শুধু অলিম্পিক নয় টেনিসে এটি বড় সাফল্য। বেলিন্দা ৭-৫, ২-৬ ও ৬-৩ সেটে হারিয়েছেন চেক প্রজাতন্ত্রের মার্কেতা ভোনদ্রুসোভাকে। মেয়েদের টেনিসে সুইজারল্যান্ডের হয়ে অতীতে কেউ সোনা জিততে পারেনি। বিশ্ব টেনিসে ১২ নম্বরে থাকা বেনচিচ জয়ের পর বলেন, ‘আমার খুবই ভালো লাগছে। আশা ছিল অলিম্পিকে দেশকে সাফল্য এনে দেব। তবে সোনা জিতব তা ভাবিনি। এ সাফল্য আমাকে সামনে আরও ভালো খেলতে অনুপ্রেরণা জোগাবে।’

বেনচিচ গেমছে আরও একটি সোনা জিততে পারেন। আজ স্বদেশি ভিক্তোরিয়া গোলুবিচের সঙ্গে জুটি বেঁধে মেয়েদের ডাবলসে ফাইনালে খেলতে নামবেন তিনি। অলিম্পিকে সোনা জেতার আগে কখনো কোনো গ্র্যান্ড স্লামের ফাইনাল খেলা হয়নি তার।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর