চার ম্যাচ ওয়ানডে সিরিজে বিসিবি হাইপারফরম্যান্স (এইচপি) স্কোয়াডকে হোয়াইওয়াশ করেছে বাংলাদেশ ‘এ’ দল। চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে গতকাল সিরিজের শেষ ম্যাচে এইচপিকে ৫ উইকেটে হারিয়েছে টেস্ট অধিনায়ক মুমিুনল হকের নেতৃত্বাধীন ‘এ’ দল। মৃুমিনুল বাহিনীকে জিতিয়েছেন মোসাদ্দেক হোসেন সৈকত আগ্রাসী ব্যাটিংয়ে। সৈকত হার না মানা ৬৪ রানের ম্যাচ জেতানো ইনিংস খেলেন মাত্র ৪৮ বলে ৫ চার ও ৪ ছক্কায়। প্রথমে ব্যাট করে এইচপির সংগ্রহ ছিল ৪৮.১ ওভারে ১৯২ রান। ‘এ’ দল ১৭ ওভার হাতে রেখে সহজ জয় তুলে নেয়। প্রথমে ব্যাট করলেও এইচপির পক্ষে হাফসেঞ্চুরির কোনো ইনিংস নেই। সর্বোচ্চ ৪১ রান করেন পারভেজ হোসেন ইমন। ৬১ বলের ইনিংসটিতে ৩টি চার ও একটি ছক্কা।
এছাড়া ৩৪ রান করেন শাহাদাত হোসেন, সুমন খান ২৭ ও ২৪ রান করেন তওহিদ হোসেন হৃদয়। ‘এ’ দলের পক্ষে ৩টি করে উইকেট নেন দুই স্পিনার নাঈম হাসান ও তাইজুল ইসলাম। নাঈম ৩ উইকেট নিতে রান দেন ৩০। তাইজুল একটু বেশি খরুচে ছিলেন। ৮.১ ওভারে রান দেন ৪২। এছাড়া বাঁ হাতি স্পিনার রাকিবুল হাসান ২ উইকেট নেন ২৬ রানের খরচে। ১৯৩ রান টার্গেট। দলীয় ১৮ রানে সাজঘরে ফিরেন সাদমান ইসলাম। ২৮ রানে ফিরেন দ্বিতীয় ওপেনার। ৮১ রানে ৩ উইকেট হারানোর পর জুটি গড়েন মোসাদ্দেক ও ইমরুল কায়েশ। চতুর্থ উইকেট জুটিতে দুজনে যোগ করেন ৫১ রান। ইমরুল আউট হন ৪৯ রানে। কিন্তু মোসাদ্দেক খেলা শেষ করেন ইয়াসির আলিকে নিয়ে। এইচপির পক্ষে ২ উইকেট নেন তানজিম সাকিব ৪৩ রান খরচ করে।
 
                         
                                     
                                                             
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                        