রবিবার, ১৭ অক্টোবর, ২০২১ ০০:০০ টা

জিততে চায় স্কটল্যান্ড

ক্রীড়া ডেস্ক

টি-২০ র‌্যাঙ্কিংয়ে শীর্ষ আটে না থাকায় বিশ্বকাপে প্রথম পর্বে খেলতে হচ্ছে বাংলাদেশকে। বড় কোনো অঘটন না ঘটলে মাহমুদুল্লাহরা চূড়ান্ত রাউন্ডে খেলবে এ নিয়ে সংশয় নেই। আজ ‘বি’ গ্রুপে স্কটল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে বাংলাদেশ মিশন শুরু করবে। গ্রুপের অপর দুই দেশ হচ্ছে স্বাগতিক ওমান ও পাপুয়া নিউগিনি।

আজ তারাও বিশ্বকাপ শুরু করছে। শক্তির বিচারে বাংলাদেশের শুরুটা সহজ জয়ে হওয়ার কথা। কিন্তু স্কটিচ কোচ শেন বার্জার বাংলাদেশকে ফেবারিট মানতে নারাজ। তার কথা সাকিবদের আমি কোনোভাবেই আলাদা কিছু ভাবছি না। আমি মনে করি গ্রুপে কেউ কারোর চেয়ে কম নয়।

কোচ বার্জারের কণ্ঠে আত্মবিশ্বাসী উচ্চারণ। আমাদের দলে বেশ কয়েকজন অভিজ্ঞ ও ভয়ংকর ক্রিকেটার রয়েছে। যারা ম্যাচ জেতার সামর্থ্য রাখেন। আমরা সার্কাস নয় ক্রিকেট খেলতে নামব। সুতরাং আমাদের নিয়ে হাসি তামাশা করাটা বোকামি। দেখেন বাংলাদেশ আমাদের সঙ্গে একটিই টি-২০ ম্যাচ খেলেছে সেখানে স্কটল্যান্ডই জিতেছে। প্রতিপক্ষ দলটা যদি অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, ভারত বা নিউজিল্যান্ড হতো ভয় পেতাম। বাংলাদেশকে ভয় পাওয়ার কোনো কারণ আছে বলে মনে করি না।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর