সোমবার, ১৮ অক্টোবর, ২০২১ ০০:০০ টা

দুর্দান্ত সূচনা ওমানের

ক্রীড়া প্রতিবেদক

দুর্দান্ত সূচনা ওমানের

তিন ফরম্যাটে এখন খেলা হয় ক্রিকেট। টেস্ট, ওয়ানডে ও টি-২০ ক্রিকেটেই চ্যাম্পিয়নশিপ হচ্ছে। টেস্ট চ্যাম্পিয়নশিপে অংশ নেয় শুধুমাত্র টেস্ট খেলুড়ে দেশগুলো। ওয়ানডে ও টি-২০ বিশ্বকাপে অংশ নেয় টেস্ট ও আইসিসি সহযোগী দেশগুলো। তিন ফরম্যাটে সবচেয়ে চিত্তাকর্ষীয় হচ্ছে টি-২০ বিশ্বকাপ। গতকাল ওমান ও পাপুয়া নিউগিনি (পিএনজি) ম্যাচ দিয়ে শুরু হয়েছে টি-২০ বিশ্বকাপ। ২০ ওভারের বিশ্বকাপের সপ্তম আসরের স্বাগতিক ওমান ও সংযুক্ত আরব আমিরাত। দুই দেশে এই প্রথম বিশ্বকাপ হচ্ছে। ওমানে অনুষ্ঠিত হচ্ছে আট দলের প্রথম রাউন্ড। আরব আমিরাতে হবে ১২ দলের চূড়ান্ত পর্ব। ফাইনাল ১৪ নভেম্বর। গতকাল রাজধানী মাসকাটের আল আমিরাত স্টেডিয়ামে জিতেন্দার সিং ও আকিব ইলিয়াসের জোড়া হাফ সেঞ্চুরিতে ১০ উইকেটের বড় জয় তুলে টি-২০ বিশ্বকাপে শুভ সূচনা করেছে স্বাগতিক ওমান।

টস হেরে ব্যাটিংয়ে নেমে শূন্য রানে দুই ওপেনার হারিয়ে শুরুতেই কোণঠাসা হয়ে পড়ে। তৃতীয় উইকেট জুটিতে অধিনায়ক আসাদ ভালা ও চার্লস আমিনি ১০ ওভারে ৮১ রান যোগ করে দলকে টেনে নিয়ে যান। এর মধ্যে আসাদ আসরের প্রথম হাফসেঞ্চুরির ইনিংস খেলেন। ৫৬ রানের ইনিংসটি খেলেন ৪ চার ও ৩ ছক্কায়। আমিনির ৩৭ রানের ইনিংস সাজানো ছিল ২৬ বলে ৪ চার ও এক ছক্কায়। দুজনের ব্যাটিংয়ে বেশ ভালোই এগুচ্ছিল পিএনজি। কিন্তু বাঁ হাতি স্পিনার ঝিসান মাকসুদ বোলিংয়ে আসতেই তাসের ঘরের মতো প্রতিরোধ গুঁড়িয়ে যায় পিএনজির। ২০ ওভারে দলটির সংগ্রহ ৯ উইকেটে ১২৯ রান। ম্যাচসেরা মাকসুদ ২০ রানে নেন ৪  উইকেট। ১৩০ রানের টার্গেটে ওমান ১০ উইকেটের বড় জয় পায় ১৩.৪ ওভারে। জয়সূচক ছক্কাটি হাঁকান ৪২ বলে ৭ চার ও ৪ ছক্কায় ৭৩ রানে অপরাজিত থাকা জাতিন্দার সিং। আরেক ওপেনার আকিব ইলিয়াস ৫০ রানের অপরাজিত ইনিংস খেলেন ৪৩ বলে ৫ চার ও ১ ছক্কায়।  

সর্বশেষ খবর