বুধবার, ২৭ অক্টোবর, ২০২১ ০০:০০ টা

সেমির পথে পাকিস্তান

ক্রীড়া প্রতিবেদক

সেমির পথে পাকিস্তান

দীর্ঘ চার দশক ধরে দাপটের সঙ্গেই ক্রিকেট খেলছেন বুড়ো শোয়েব মালিক। বয়স হলেও তার ধার কমেনি গতকাল তা আরও একবার প্রমাণ করলেন -ক্রিকইনফো

টি-২০ বিশ্বকাপে টানা দুই জয়ে সেমিফাইনালের পথে ছুটছে পাকিস্তান। ভারতের বিপক্ষে ১০ উইকেটের দারুণ জয়ের পর গতকাল তারা শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে নিউজিল্যান্ডকে হারিয়েছে ৫ উইকেটে। প্রথমে ব্যাটিংয়ে নেমে নিউজিল্যান্ড ৮ উইকেটে ১৩৪ রান করে। পাকিস্তানের পক্ষে হারিস রউফ সর্বোচ্চ ৪ উইকেট শিকার করেন মাত্র ২২ রান দিয়ে। জবাবে পাকিস্তান ১০ বল হাতে রেখেই ১৩৫ রানের লক্ষ্যে পৌঁছে যায়। রিজওয়ান ৩৩ রান করেন। তবে ম্যাচ জেতান বুড়ো শোয়েব মালিক (২৬) ও আসিফ আলি (২৭)। ম্যাচসেরা হন হারিস। এদিকে দিনের প্রথম ম্যাচে দুবাই ক্রিকেট স্টেডিয়ামে ওয়েস্ট ইন্ডিজকে ৮ উইকেটে হারিয়েছে দক্ষিণ আফ্রিকা। প্রথমে ব্যাট করে ক্যারিবীয়রা ১৪৩ রান করে। মারক্রামের ২৬ বলে ৫১ রানের অপরাজিত ইনিংসে ১০ বল হাতে রেখেই জয় পায় প্রোটিয়াসরা।

 

স্কোর কার্ড

নিউজিল্যান্ড : ১৩৪/৮, ২০ ওভার (কনওয়ে ২৭; হারিস ৪/২২)।

পাকিস্তান : ১৩৫/৫, ১৮.৪ ওভার (রিজওয়ান ৩৩, সোধি ২/২৮)।

ফল : ৫ উইকেটে জয়ী। ম্যাচসেরা : হারিস রউফ।

 

ওয়েস্ট ইন্ডিজ : ১৪৩/৮, ২০ ওভার (এভিন লুইস ৫৬, প্রিটোরিয়াস ৩/১৭)।

দক্ষিণ আফ্রিকা : ১৪৪/২, ১৮.২ ওভার (মারক্রাম ৫১*; আকিল ১/২৭)।

ফল : দক্ষিণ আফ্রিকা ৮ উইকেটে জয়ী। ম্যাচসেরা : অ্যানরিখ নর্টজে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর