মঙ্গলবার, ৩০ নভেম্বর, ২০২১ ০০:০০ টা

হকির ইতিহাসে বড় আয়োজন ঢাকায়

ক্রীড়া প্রতিবেদক

হকির ইতিহাসে বড় আয়োজন ঢাকায়

ইতিহাসের পাতায় ঠাঁই পেতে চলেছে বাংলাদেশের হকি। প্রথমবারের মতো আয়োজন করবে এশিয়ার মেগা টুর্নামেন্ট চ্যাম্পিয়ন্স ট্রফি। প্রথমবারের মতো এ আসরে খেলবে বাংলাদেশ। আয়োজক হওয়ায় মূলত খেলবে লাল-সবুজের দল। এই টুর্নামেন্ট আরও আগে ঢাকায় হওয়ার কথা ছিল। কিন্তু করোনাভাইরাসে তিন-তিনবার পিছিয়েছে। ১৪ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি। বাংলাদেশসহ খেলবে হকির সাবেক দুই পরাশক্তি ভারত ও পাকিস্তান। সঙ্গে দক্ষিণ কোরিয়া, জাপান ও মালয়েশিয়া। উদ্বোধনী দিনে দ্বিতীয় ম্যাচে মালয়েশিয়ার বিপক্ষে লড়বে বাংলাদেশ। তার আগে ভারত ও দক্ষিণ কোরিয়া। ১৭ ডিসেম্বর মওলানা ভাসানী স্টেডিয়ামে চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তান লড়বে। ২২ ডিসেম্বর হবে আসরের ফাইনাল। টুর্নামেন্টের জন্য ২৮ সদস্যের প্রাথমিক দল ঘোষণা করেছে বাংলাদেশ। এখান থেকে ২০ জনকে বাছাই করে চূড়ান্ত দল ঘোষণা করবে। কভিড টেস্টের পর আগামীকাল থেকে বিকেএসপিতে ক্যাম্প শুরু হওয়ার কথা। মালয়েশীয় গোপীনাথ মূল কোচের দায়িত্ব পালন করবেন। ১৯৮৫ ও ২০১৭ সালে ঢাকায় এশিয়া কাপ হলেও চ্যাম্পিয়ন্স ট্রফিই হবে বাংলাদেশে হকির সবচেয়ে বড় আয়োজন।

সর্বশেষ খবর