বুধবার, ১৫ ডিসেম্বর, ২০২১ ০০:০০ টা

হোঁচট খেল দুই চ্যাম্পিয়ন

ক্রীড়া প্রতিবেদক

হোঁচট খেল দুই চ্যাম্পিয়ন

পর্দা উঠল এশিয়ান চ্যাম্পিয়নশিপ ট্রফি হকির। সেই সঙ্গে ইতিহাসের পাতায় নামও লিখে ফেলল। ঢাকায় প্রথমবারের মতো মাঠে গড়াল হকির এ মেগা টুর্নামেন্ট। উদ্বোধনী দিনেই হোঁচট খেয়েছে আসরের বর্তমান চ্যাম্পিয়ন ভারত। গতকাল মওলানা ভাসানী হকি স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে ভারত ২-২ গোলে ড্র করে দক্ষিণ কোরিয়ার বিপক্ষে। মাত্র ৪ মিনিটেই প্রতিপক্ষের জালে বল পাঠায় টোকিও অলিম্পিকে তৃতীয় স্থানে থাকা দলটি। লালিত কুমার উপাধ্যায় ভারতকে লিড এনে দেন। দ্বিতীয় কোয়ার্টারে গোল হয়নি।

তৃতীয় কোয়ার্টারে ভারত ব্যবধান দ্বিগুণ করে। ৩৩ মিনিটে পেনাল্টি কর্নার থেকে হারদিক সিং পুশে প্রতিপক্ষের পোস্ট কাঁপান। দুই গোলে পিছিয়ে থেকে দক্ষিণ কোরিয়া মরিয়া হয়ে লড়ে। ৪১ মিনিটে পেনাল্টি কর্নার থেকে জেন জং ইউন গোল করে ব্যবধান ১-২ করেন। একেবারে শেষ দিকে গোল করে কোরিয়ার হার ঠেকান কিম সুং ইউন। এদিকে আরেক চ্যাম্পিয়ন পাকিস্তানও শুরুটা জয়ে করতে পারেনি। জাপানের সঙ্গে গোলশূন্য ড্র করেছে তারা।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর