শিরোনাম
সোমবার, ২৮ মার্চ, ২০২২ ০০:০০ টা

ববি চার্লটনের পাশে হ্যারি কেইন

ক্রীড়া ডেস্ক

ববি চার্লটনের পাশে হ্যারি কেইন

দুর্দান্ত গতিতে ছুটছেন হ্যারি কেইন। ইংল্যান্ডের অধিনায়ক গোল করার তালিকায় একে একে সবাইকে পেছনে ফেলছেন। শনিবার সুইজারল্যান্ডের বিপক্ষে আন্তর্জাতিক প্রীতি ম্যাচে ইংল্যান্ডের জার্সিতে একটি গোল করেছেন কেইন। এতেই স্পর্শ করেছেন ববি চার্লটনকে। ইংল্যান্ডের জার্সিতে দুজনেরই গোল সংখ্যা ৪৯টি করে। সুইজারল্যান্ডের বিপক্ষে ম্যাচটি ইংলিশরা ২-১ গোলে জিতেছে। ইংল্যান্ডের পক্ষে অপর গোলটি করেন লুক শ।

ম্যাচের ৭৮তম মিনিটে পেনাল্টি থেকে ইংল্যান্ডকে এগিয়ে নেন হ্যারি কেইন। গ্যারি লিনেকারকে (৪৮) ছাড়িয়ে স্যার ববি চার্লটনের (৪৯) পাশে বসেন ২৮ বছর বয়সী এই ফরোয়ার্ড। তার ওপরে আছেন কেবল ওয়েইন রুনি (৫৩)। আর মাত্র পাঁচটি গোল করলেই তিনি ইংল্যান্ডের জার্সিতে সর্বোচ্চ গোলদাতা হয়ে উঠবেন। হ্যারি কেইন মাত্র ৬৮ ম্যাচে করেছেন ৪৯ গোল। রুনি ৫৩ গোল করেছেন ১২০ ম্যাচ খেলে। ইংল্যান্ডের গোলদাতার রেকর্ডটা এক অন্য উচ্চতায় নিয়ে যেতে পারেন হ্যারি কেইন।  এদিকে প্রীতি ম্যাচে জয় পেয়েছে জার্মানি, স্পেন ও নেদারল্যান্ডসও। জার্মানি ২-০ গোলে হারিয়েছে ইসরাইলকে। দলের পক্ষে গোল দুটি করেন কাই হ্যাভার্টজ ও টিমো ওয়ার্নার। এই নিয়ে টানা আট ম্যাচ জিতল হ্যান্স ফ্লিকের জার্মানি। স্পেন ২-১ গোলে হারিয়েছে আলবেনিয়াকে। স্পেনের পক্ষে গোল দুটি করেন তোরেস গার্সিয়া ও ওলমো কারভাহাল।

সর্বশেষ খবর