রবিবার, ১ মে, ২০২২ ০০:০০ টা
ফাইনাল

রিয়াল না ম্যানসিটি?

রিয়াল না ম্যানসিটি?

উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে সেমিফাইনালের দ্বিতীয় লেগে আগামী বুধবার মুখোমুখি হবে রিয়াল মাদ্রিদ ও ম্যানচেস্টার সিটি। প্রথম লেগে ম্যানসিটি নিজেদের মাঠে রিয়াল মাদ্রিদকে ৪-৩ গোলে হারিয়েছিল। প্রথম লেগে হারলেও সান্তিয়াগো বার্নাব্যুতে সুবিধাজনক স্থানে থেকেই খেলতে নামবে রিয়াল মাদ্রিদ। ১-০, ২-১ অথবা ৩-২ ব্যবধানে জিতলেও ফাইনালে খেলবে রিয়াল মাদ্রিদ। অন্যদিকে ম্যানসিটি ড্র করলেই টানা দ্বিতীয়বারের মতো ফাইনালে খেলবে। গতবার ফাইনালে তারা ইংলিশ ক্লাব চেলসির কাছে পরাজিত হয়েছিল।

এবার চ্যাম্পিয়ন্স লিগে অল ইংলিশ ফাইনাল হওয়ার জোর সম্ভাবনা আছে। ম্যানসিটি এগিয়ে আছে ফাইনালের পথে। অন্যদিকে ফাইনাল খেলতে পারে লিভারপুলও। মঙ্গলবার তারা সেমিফাইনালের দ্বিতীয় লেগে মুখোমুখি হবে স্প্যানিশ ক্লাব ভিয়ারিয়ালের।

প্রথম লেগে ভিয়ারিয়ালকে নিজেদের মাঠে ২-০ গোলে হারিয়েছে লিভারপুল। ভিয়ারিয়ালকে ফাইনাল খেলতে হলে অন্তত ৩-০ গোলে জিততে হবে নিজেদের মাঠে। অন্যদিকে লিভারপুল ড্র করলেই ফাইনাল খেলবে।

বর্তমান ইউরোপিয়ান ফুটবলে অন্যতম সেরা দুটি দল ম্যানচেস্টার সিটি ও লিভারপুল। এ দুই দলের লড়াই ফুটবলের বড় বিজ্ঞাপন হয়ে দাঁড়িয়েছে। চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে এ দুই দলের লড়াই বেশ লোভনীয় হতে পারে। অবশ্য ম্যানসিটি রিয়াল বাধা পাড়ি দিতে পারলেই অল ইংলিশ ফাইনাল হতে পারে!

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর