বুধবার, ১১ মে, ২০২২ ০০:০০ টা

প্রথম বিশ্বকাপে উরুগুয়ের অধিনায়ক নাসাজ্জি

১৯৩০ সালে অনুষ্ঠিত প্রথম বিশ্বকাপে উরুগুয়ের অধিনায়ক ছিলেন হোসে নাসাজ্জি। সেবার ফাইনালে উরুগুয়ে ৪-২ গোলে আর্জেন্টিনাকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়। উরুগুয়ের বিশ্বকাপ জয়ে বড় ভূমিকা ছিল ডিফেন্ডার নাসাজ্জির। পুরো বিশ্বকাপে উরুগুয়ে কেবল তিনটা গোল হজম করে। বিপরীতে তারা ১৫টা গোল করে প্রতিপক্ষের জালে।

সর্বশেষ খবর