রবিবার, ৪ সেপ্টেম্বর, ২০২২ ০০:০০ টা

জিম্বাবুয়ের ঐতিহাসিক জয়

ইতিহাস গড়ার ম্যাচের নায়ক লেগ স্পিনার রায়ান বার্ল। লেগ স্পিনের ফাঁদে স্বাগতিকদের ব্যাটিং লাইন ধসিয়ে বিশ্বরেকর্ড গড়েছেন

ক্রীড়া প্রতিবেদক

অস্ট্রেলিয়ার বিপক্ষে জয় ছিল না এমন নয়। কিন্তু অস্ট্রেলিয়ার মাটিতে অস্ট্রেলিয়াকে হারানোর রেকর্ড ছিল না। সেই অবিশ্বাস্য কাজটিই করেছে জিম্বাবুয়ে। টাউন্সভিলে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের শেষটিতে স্বাগতিক অস্ট্রেলিয়াকে ৩ উইকেটে হারিয়ে বাজিমাত করেছে আফ্রিকান দেশ জিম্বাবুয়ে। ইতিহাস গড়ার ম্যাচের নায়ক লেগ স্পিনার রায়ান বার্ল। লেগ স্পিনে ফাঁদে স্বাগতিকদের ব্যাটিং লাইন ধসিয়ে বিশ্বরেকর্ড গড়েছেন। হারলেও নতুন একটি মাইলফলক গড়েছেন অস্ট্রেলিয়ার বাঁ হাতি পেসার মিচেল স্টার্ক। ওয়ানডে ক্রিকেটে সবচেয়ে দ্রুত ২০০ উইকেট নেওয়ার মাইলফলক গড়েছেন তিনি। জিম্বাবুয়ের ঐতিহাসিক জয়ের নায়ক বার্ল ৩ ওভারে ১০ রানের খরচে নেন ৫ উইকেট। ওয়ানডে ইতিহাসে কোনো বোলার এক ম্যাচে ৩ ওভারে ৫ উইকেট পাননি। স্টার্ক ২০০ উইকেট নিয়েছেন ১০২ ম্যাচে। ভেঙেছেন সাকলাইন মুশতাকের ২৩ বছরের পুরনো রেকর্ড। সাকলাইন ২০০ উইকেট নেওয়ার মাইলফলক গড়েছিলেন ১০৪ ম্যাচে। ওয়ানডেতে দ্রুততম ১৫০ উইকেট নেওয়ার রেকর্ডও স্টার্কের। ৭৭ ম্যাচে রেকর্ডটি গড়েছিলেন।

জিম্বাবুয়ে ম্যাচ জিতলেও সিরিজ জিতেছে অস্ট্রেলিয়া। প্রথম ম্যাচ ২ উইকেট ও দ্বিতীয় ম্যাচ ৫ উইকেটে জিতেছে স্বাগতিকরা। গতকাল অস্ট্রেলিয়া প্রথমে ব্যাটিংয়ে নেমে ৩১ ওভারে ১৪১ রানে গুটিয়ে যায়। ব্যাটারদের ব্যর্থতায়ও উজ্জ্বল ছিলেন বাঁ হাতি ওপেনার ডেভিড ওয়ার্নার। ৯৬ বলে ১৪ চার ও ২ ছক্কায় ৯৪ রান করেন। ১৪২ রানের টার্গেট ছুঁয়ে জিম্বাবুয়ে ইতিহাস লিখে ১১ ওভার হাতে রেখে। আইসিসি ক্রিকেট বিশ্বকাপ সুপার লিগে ২১ ম্যাচে জিম্বাবুয়ের এটি চতুর্থ জয়। অস্ট্রেলিয়ার ১৫ ম্যাচে ষষ্ঠ হার। ৯ জয়ে ৯০ পয়েন্ট নিয়ে সাতে অবস্থান দলটির।

সংক্ষিপ্ত স্কোর :

অস্ট্রেলিয়া : ১৪১/১০, ৩১ ওভার (ওয়ার্নার ৯৪, ম্যাক্সওয়েল ১৯। এনগারাভা ১/২৭, নিয়াওচি ১/১৫, ইভান্স ২/৩৫, উইলিয়ামস ১/৩৬, বার্ল ৫/১০)।

জিম্বাবুয়ে : ১৪২/৭, ৩৯ ওভার (কাইটানো ১৯, মারুমানি ২৫,  চাকাভা ৩৭*, মুনিয়াঙ্গা ১৭, বার্ল ১১। স্টার্ক ১/৩৩, হ্যাজলওড ৩/৩০, গ্রিন ১/১৭, স্টয়নিস ১/৬, অ্যাগার ১/১৬)।

ফল : জিম্বাবুয়ে ৩ উইকেটে জয়ী।

সিরিজ: ৩ ম্যাচ সিরিজে অস্ট্রেলিয়া ২-১ ব্যবধানে জয়ী।

ম্যাচসেরা : রায়ান বার্ল।

সিরিজি সেরা : অ্যাডাম জ্যাম্পা।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর