সোমবার, ১৯ সেপ্টেম্বর, ২০২২ ০০:০০ টা

ফাইনালে কেউ ফেবারিট নয়

ফাইনালে কেউ ফেবারিট নয়

নারী ফুটবলে বাংলাদেশের যে অগ্রগতি তাতে গোলাম রব্বানী ছোটনের কথা না বললেই নয়। তার যোগ্য প্রশিক্ষণে বয়সভিত্তিক টুর্নামেন্টে বাংলাদেশ একাধিক শিরোপা জিতেছে। আজ কাঠমান্ডু রঙ্গশালা দশরথ স্টেডিয়ামে সাফ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশ নারী জাতীয় দল ফাইনাল খেলবে। প্রতিপক্ষ নেপাল। ছোটনের প্রশিক্ষণে গ্রুপ পর্বে প্রতিটি ম্যাচ ও সেমিফাইনালে ভুটানকে বিধ্বস্ত করেছে বাংলাদেশ। নেপালও প্রতিটি ম্যাচ জিতেই ঘরের মাঠে ফাইনালে জায়গা করে নিয়েছে। তারপরও পারফরম্যান্সের বিচারে আজকে ম্যাচে অনেকে সাবিনাদের ফেবারিট মানছেন।

কোচ ছোটন তা মানতে নারাজ। গতকাল সংবাদ সম্মেলনে স্পষ্ট করেই জানালেন, ফাইনাল চাপের ম্যাচ। এখানে কাউকে ফেবারিট বলা যায় না। যারা ভালো খেলবে তারাই চ্যাম্পিয়ন হবে। তবে আমাদের মেয়েরা দারুণ খেলছে। সেই ধারাবাহিকতা ধরে রাখতে পারলে শিরোপা জেতা সম্ভব। নেপালকে শক্তিশালী দল মেনেই    লড়তে হবে।

নেপাল শুধু শক্তিশালী প্রতিপক্ষ নয়, তারা ঘরের মাঠে সুবিধা পাবে। বিষয়টি আমাদের ভালোমতো জানা। টিম স্পিরিটই আমাদের শক্তি। ম্যাচে গোলের সুযোগ হাত ছাড়া হবে। তবে ম্যাচটি ফাইনাল। গোল মিস মানেই ম্যাচ মিস। সেভাবে খেলতে হবে। 

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর