শুক্রবার, ৪ নভেম্বর, ২০২২ ০০:০০ টা

শেষ ষোলোতে চ্যাম্পিয়ন্স লিগ

ক্রীড়া ডেস্ক

উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে গ্রুপপর্বের লড়াই শেষ হয়েছে। নকআউট পর্বে জায়গা করে নিয়েছে ষোলো দল। আগেই নিশ্চিত হয়েছিল ১৪টি ক্লাবের অবস্থান। ফাঁকা ছিল দুটি স্থান। শেষ রাউন্ডের শেষ দিনে বাকিদের সঙ্গী হলো এসি মিলান ও আরবি লাইপ জিগ। আর পিএসজিকে টপকে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে চমক দেখান বেনফিকা। বুধবার রাতে ইউরোপের সর্বোচ্চ ক্লাব আসরের আটটি ম্যাচ অনুষ্ঠিত হয়। ‘ই’ গ্রুপে চেলসির শেষ ষোলো নিশ্চিত করেছে আগেই। ঘরের মাঠ স্ট্যামফোর্ড ব্রিজে দিনামো জাগরেবকে ২-১ গোলে হারিয়ে তারা চ্যাম্পিয়ন হয়েছে। গ্রুপের আরেক ম্যাচে নিজেদের মাঠ সান সিয়েরোতে অলিভিয়ের জিরুর জোড়া গোলে সালজবুর্গকে ৪-০ গোলে উড়িয়ে দিয়েছে মিলান। চ্যাম্পিয়ন্স লিগের বর্তমান চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ হয়েছে ‘এফ’ গ্রুপের চ্যাম্পিয়ন। ঘরের মাঠে তারা সান্তিয়াগো বার্নাব্যুতে সেলটিফকে বিধ্বস্ত করেছে ৫-১ গোলে। ‘এ’ গ্রুপে রানার্স আপ হয়েছে লাইপ জিগ।

 ‘জি’ গ্রুপ থেকে কোন দুই দল শেষ ষোলোতে যাবে তা নিশ্চিত ছিল।

সর্বশেষ খবর