মঙ্গলবার, ১৩ ডিসেম্বর, ২০২২ ০০:০০ টা

ক্রোয়েশিয়ার আস্থা লিভাকোভিচে

ক্রীড়া প্রতিবেদক

ক্রোয়েশিয়ার আস্থা লিভাকোভিচে

বাবা প্রাক্তন মন্ত্রী। দাদা ডাক্তার, দাদি শিক্ষিকা। শিক্ষিত পরিবার। বাপ, দাদার নাম রাখতে হয়তো ডাক্তার কিংবা ইঞ্জিনিয়ার হতে পারতেন ডোমিনিক লিভাকোভিচ। কিন্তু সেই পথে হাঁটেননি পরিবারের ছোট ছেলেটি। বরাবরই ফুটবলার হতে চেয়েছেন। ফুটবলার না হয়ে যাবেন কোথায়। ছোট বেলায় যখন বুঝতে শিখেছেন, তখন দেখেছেন ফুটবল সৌকর্য দেখিয়ে বিশ্ব মাতাচ্ছেন দেশের সেরা ফুটবলার ডেভর সুকার, বোবানরা। তখন থেকে স্বপ্ন দেখতে শুরু করেন ক্রোয়েশিয়ার হয়ে বিশ্বকাপ খেলার। ২০১৮ সাল থেকে খেলছেন। রাশিয়া বিশ্বকাপে নিয়মিত ছিলেন না। তারকা গোলরক্ষক ড্যানিয়েল সুবাচিচের ছায়ায় টিকেছিলেন দলে। এবার বড় তারকা। লুকা মডরিচ, ইভান পেরিসিচদের মতোই তারকা। সুপার সিক্সটিন ও কোয়ার্টার ফাইনালে ক্রোয়েশিয়াকে জেতানোর মূল নায়ক লিভাকোভিচ।

সর্বশেষ খবর