বসুন্ধরা গ্রুপ নারী ফুটবল লিগে হ্যাটট্রিক শিরোপা প্রত্যাশী বসুন্ধরা কিংস জিতেই চলেছে। গতকাল কমলাপুর বীরশ্রেষ্ঠ শহীদ মোস্তফা কামাল স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে তারা ১১-০ গোলে নাসরিন স্পোর্টস একাডেমিকে পরাজিত করে। এক ম্যাচে বিজয়ী দলের তিন হ্যাটট্রিক হয়। অধিনায়ক সাবিনা খাতুন ১৮, ৬৮, ৭১ ও ৮৮ মিনিটে হ্যাটট্রিকসহ চার গোল করেন। মোগিনি অং চুং ৪৪, ৪৭ ও ৫০ মিনিটে ৩ গোলে হ্যাটট্রিক করেন। সুমাইয়া ৮১, ৮৪ ও ৮৯ মিনিটে তিন গোলে হ্যাটট্রিক পূরণ করেন। সানজিদা বাকি ১টি গোল করেন। ৭ ম্যাচে ৭টিতে জিতে ২১ পয়েন্ট নিয়ে শীর্ষে কিংস। সিঙ্গেল লিগে কিংসের বাকি রয়েছে চার ম্যাচ।