মঙ্গলবার, ২৭ ডিসেম্বর, ২০২২ ০০:০০ টা

ফার্নান্দেজকে নিয়ে ম্যানইউ লিভারপুলের টানাটানি

ক্রীড়া প্রতিবেদক

ফার্নান্দেজকে নিয়ে ম্যানইউ লিভারপুলের টানাটানি

বয়স মাত্র ২১ বছর। তবে তারকাখ্যাতিতে অনেককেই ছাড়িয়ে গেছেন আর্জেন্টিনার মিডফিল্ডার এনজো ফার্নান্দেজ। কাতারে বিশ্বকাপ জিতেছেন আর্জেন্টিনার জার্সিতে। গ্রুপ পর্বে মেক্সিকোর বিপক্ষে দারুণ একটা গোল করেছেন। মিডফিল্ডে আলো ছড়িয়েছেন আরও বেশ কয়েকটা ম্যাচে। টুর্নামেন্টের সেরা তরুণ ফুটবলার হয়েছেন তিনি। এবার তাকে নিয়ে বিশ্বসেরা ক্লাবগুলোর মধ্যে টানাটানি পড়ে গেছে। লিভারপুল এবং ম্যানইউর মতো ক্লাব ফার্নান্দেজকে দলে নিতে আকাশচুম্বি দাম দিতেও রাজি!

বর্তমানে পর্তুগিজ ক্লাব বেনফিকায় খেলছেন এনজো ফার্নান্দেজ। গত জুলাই মাসে আর্জেন্টাইন ক্লাব রিভারপ্লেট থেকে ১ কোটি ৮০ লাখ ইউরো ফিতে পর্তুগিজ ক্লাবে এসেছেন তিনি। তবে তরুণ ফুটবলারের সম্ভাবনা বুঝতে পেরে তার রিলিজ ক্লজ ১২ কোটি ইউরো করে দিয়েছে বেনফিকা। তার গায়ে তুলে দিয়েছে কিংবদন্তি ইউসেবিওর ১৩ নম্বর জার্সি। বেনফিকার জার্সিতে এরই মধ্যে ২৪টা ম্যাচ খেলেছেন তিনি। গোল করেছেন ৩টি।

মাত্র চার বছর বয়সে স্যানমার্টিনের ক্লাব লা রিকোভায় ফুটবল শিখতে শুরু করেন ফার্নান্দেজ। এরপর ২০০৬ সালে আর্জেন্টিনার অন্যতম সেরা ক্লাব রিভারপ্লেটে নাম লেখান তিনি। ২০১৯ সালে এই ক্লাবের সিনিয়র দলের হয়ে অভিষিক্ত হন। মাঝখানে ধারে খেলেন ডিফেন্সা জাস্টিসিয়াতে। এই ক্লাবের জার্সিতেই কোপা সাউদামেরিকানা জয় করেন ২০২০ সালে। রিভারপ্লেটের জার্সিতে জয় করেছেন আর্জেন্টাইন প্রিমেরা ডিভিশন। ইউরোপে এসেও নিজের নামের প্রতি সুবিচার করছেন তিনি। এরই মধ্যে বেনফিকাকে চ্যাম্পিয়ন্স লিগের নকআউট পর্বে তুলে এনেছেন। পর্তুগিজ লিগেও তার দল আছে শীর্ষে। বেনফিকা ১৩ ম্যাচে ৩৭ পয়েন্ট সংগ্রহ করেছে।

সর্বশেষ খবর