বসুন্ধরা গ্রুপ ফেডারেশন কাপ ফুটবল এবার নতুন পদ্ধতিতে মাঠে নেমেছে। ১৯৮০ সাল থেকে শুরু হওয়ার পর এই আসর লিগের আগে শুরু হতো। এবারই তার ব্যতিক্রম ঘটল। বাফুফে সিদ্ধান্ত পেশাদার লিগ চলাকালে বিরতিতে ফেডারেশন কাপও অনুষ্ঠিত হবে। ২০ ডিসেম্বর ঢাকার বাইরে গ্রুপ পর্বে দুটি ম্যাচ অনুষ্ঠিত হয়। আজ মাঠে নামছে দুবারের চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস। মুন্সিগঞ্জ বীরশ্রেষ্ঠ শহীদ মতিউর রহমান স্টেডিয়ামের তাদের প্রতিপক্ষ হয়ে মাঠে নামবে ফর্টিস ক্লাব। কিছুদিন আগে লিগে কিংস ২-০ গোলে ফর্টিস লিমিটেডকে হারায়। গোপালগঞ্জ শেখ ফজলুল হক মনি স্টেডিয়ামে চট্টগ্রাম আবাহনী খেলবে মুক্তিযোদ্ধার বিপক্ষে। আজ ম্যাচের পর ৩ জানুয়ারি ফেডারেশন কাপের পরবর্তী ম্যাচ অনুষ্ঠিত হবে।