মঙ্গলবার, ৩ জানুয়ারি, ২০২৩ ০০:০০ টা

ক্যাচ নিয়ে বিতর্ক!

ক্রীড়া প্রতিবেদক

ঘটনাটি বিগ ব্যাশে। ব্রিসবেন হিট ও সিডনি সিক্সার্সের মধ্যকার ম্যাচে বাউন্ডারি লাইনের বাইরে গিয়ে ক্যাচ ধরেন এক ফিল্ডার। সাদা চোখে সেটা আউট নয়। কিন্তু আম্পায়ার সেই ক্যাচকে বৈধতা দিয়ে আউট দেন ব্যাটারকে। এরপরই শুরু বিতর্কের। ক্যাচের ভিডিও প্রকাশের পর প্রশ্ন উঠেছে। ঘটনাটি ঘটেছে বছরের প্রথম দিন। ব্রিসবেনের ২২৪ রান তাড়া করতে নেমে সিডনির ইনিংসের ১৯তম ওভারে ছক্কা হাঁকান জর্ডন সিল্ক। লং অফের ওপর দিয়ে মারেন। কিন্তু বলটি বাউন্ডারি পার হয়নি। তার আগে ক্যাচ ধরেন মাইকেল নাসের। এরপর ঘটে সেই ঘটনা। ক্যাচ ধরে শরীরের ভারসাম্য রাখতে পারেননি মাইকেল। বাউন্ডারির বাইরে বেরিয়ে যান তিনি। কিন্তু তার আগেই বল আবারও উপরের দিকে ছুড়ে দেন। বল তারপরও বাউন্ডারির বাইরে চলে যায়। বাইরে থাকা অবস্থাতে আরও একবার সেই বল ধরে সঙ্গে সঙ্গে বাউন্ডারির ভিতরে ছুড়ে দেন। সে সময় তার পা মাটিতে ছিল না। পরে বাউন্ডারি লাইনের ভিতরে ঢুকে তৃতীয়বারের চেষ্টায় ক্যাচ ধরেন মাইকেল।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর