বুধবার, ১১ জানুয়ারি, ২০২৩ ০০:০০ টা

কোহলির ৪৫তম সেঞ্চুরি

২০১৯ সালের আগস্টে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সেঞ্চুরি করেছিলেন পোর্ট অব স্পেনে। পরের ২৫ ম্যাচ ছিলেন সেঞ্চুরিশূন্য। ছন্দ হারিয়ে ফেলায় অনেকেই বিশ্রাম নিতে বলেছিলেন বিরাট কোহলিকে। কিন্তু অদম্য কোহলি ২০২২ সাল শেষ করেন বাংলাদেশের বিপক্ষে তিন অঙ্কের জাদুকরী ইনিংস খেলে। চট্টগ্রামে ৯১ বলে খেলেছিলেন ১১৩ রানের নান্দনিক এক ইনিংস। সেটা ছিল ভারতে বছরের শেষ ওয়ানডে। চলতি বছরের প্রথম ওয়ানডেতে আসামের গৌহাটিতে খেলেছেন শ্রীলঙ্কার বিপক্ষে ১১৩ রানের ইনিংস। ৮৭ বলের ইনিংসটিতে ছিল ১২ চার ও ১ ছক্কা। ২৬৬ ওয়ানডে ক্যারিয়ারে এটা তার ৪৫তম সেঞ্চুরি। ওয়ানডেতে সবচেয়ে বেশি (৪৯) সেঞ্চুরি          ভারতীয় লিজেন্ড শচীন টেন্ডুলকারের। ভারত ম্যাচ জিতেছে ৬৭ রানে। ভারতের ৭ উইকেটে ৩৭৩ রানের জবাবে সফরকারীর শ্রীলঙ্কার সংগ্রহ ৮ উইকেটে ৩০৬ রান।  

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর