সোমবার, ১৬ জানুয়ারি, ২০২৩ ০০:০০ টা

সিলেট নামছে চট্টগ্রামে

ক্রীড়া প্রতিবেদক, চট্টগ্রাম থেকে

সিলেট নামছে চট্টগ্রামে

বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) ঢাকার প্রথম পর্বে টানা চার ম্যাচ জয় করেছে মাশরাফি বিন মর্তুজার সিলেট স্ট্রাইকার্স। চট্টগ্রাম চ্যালেঞ্জার্স, ফরচুন বরিশাল, কুমিল্লা ভিক্টোরিয়ান্স এবং ঢাকা ডমিনেটর্স, সবাই হার স্বীকার করেছে মাশরাফিদের কাছে। ঢাকাকে হারিয়ে ১০ জানুয়ারি ৬২ রানের বড় জয় পেয়েছে সিলেট স্ট্রাইকার্স। আজ চট্টগ্রামে মুখোমুখি হচ্ছে সিলেট স্ট্রাইকার্স ও ঢাকা ডমিনেটর্স। আগের ম্যাচে পরাজয়ের প্রতিশোধ নিতে পারবেন কি নাসির হোসেনরা? নাকি মাশরাফিরাই জয় নিয়ে মাঠ ছাড়বেন আজ? পাঁচ ম্যাচে পঞ্চম জয়ের দেখা পাবে সিলেট স্ট্রাইকার্স?

চট্টগ্রামপর্বে একদিনের বিরতির পর আজ আবারও মাঠে গড়াচ্ছে বিপিএল। দিনের প্রথম ম্যাচে খেলতে নামবে ঢাকা ডমিনেটর্স ও সিলেট স্ট্রাইকার্স। দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হবে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স ও কুমিল্লা ভিক্টোরিয়ান্স। টানা তিন ম্যাচ হেরেছে কুমিল্লা। অন্যদিকে চার ম্যাচ খেলে চট্টগ্রাম দুই ম্যাচ জিতেছে ও দুই ম্যাচে হেরেছে। পয়েন্ট তালিকায় সিলেট স্ট্রাইকার্স শীর্ষে অবস্থান করছে। তাদের সংগ্রহ চার ম্যাচে ৮ পয়েন্ট। এরপরই আছে সাকিব আল হাসানের ফরচুন বরিশাল। চার ম্যাচে তাদের সংগ্রহ ছয় পয়েন্ট। চট্টগ্রাম চ্যালেঞ্জার্স ৪ পয়েন্ট নিয়ে চার নম্বরে এবং ঢাকা ডমিনেটর্স তিন ম্যাচে দুই পয়েন্ট নিয়ে পাঁচ নম্বরে অবস্থান করছে। শীর্ষ চারে টিকে থাকার জন্য জয় প্রয়োজন প্রত্যেকেরই। বিশেষ করে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের। এই দলটা টানা তিন ম্যাচ হেরেছে। প্রথম জয়ের সন্ধানে খেলতে নামবে কোচ সালাউদ্দিনের দল। অন্যদিকে শীর্ষ চারে স্থান ধরে রাখার লড়াইয়ে নামছে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর