টানা দ্বিতীয়বার ফাইনালে উঠল ইমরুল কায়েশের কুমিল্লা ভিক্টোরিয়ান্স। বিপিএলের আট আসরে সব মিলিয়ে চারবার ফাইনাল খেলছে কুমিল্লা। আগের তিন ফাইনালে একবারও হারেনি। তিনবারই চ্যাম্পিয়ন হয়েছে। গতকাল চতুর্থ শিরোপা জয়ের মিশনে ইমরুল বাহিনী মুখোমুখি হয়েছিল মাশরাফি বিন মর্তুজার সিলেট স্ট্রাইকার্সের। রুবেল হোসেনের বলে স্ট্রেইট ছক্কা মেরে কুমিল্লাকে ফের ফাইনালে তুলেছেন আন্দ্রে রাসেল। প্রথম কোয়ালিফাইয়ারে কুমিল্লা ৪ উইকেটে জিতেছে ২০ বল হাতে রেখে। কুমিল্লা ফাইনাল খেলবে ১৬ ফেব্রুয়ারি। হারলেও ফাইনাল খেলার সম্ভাবনা রয়েছে সিলেটের। ১৪ ফেব্রুয়ারি দ্বিতীয় কোয়ালিফাইয়ারে খেলবে এলিমিনেটর জয়ী রংপুর রাইডার্সের বিপক্ষে। ১২৬ রানের সুনিল নারিনের অলরাউন্ডিং পরফরম্যান্সে সহজেই জয় তুলে নিয়েছে কুমিল্লা। ক্যারিবীয় অললাউন্ডার নারিন ৩৯ রান করেন মাত্র ১৮ বলে ৩ চার ৪ ছক্কায়। শেষ দিকে রাসেল ১৫ করেন ১০ বলে। এ ছাড়া মোসাদ্দেক সৈকত ২৭ বলে অপরাজিত ২৭ এবং মঈন আলি ১৩ বলে ২১ রান করেন। সিলেটের পক্ষে রুবেল ৩ উইকেট নেন ৩৩ রানের খরচে। টস জিতে মাশরাফি বাহিনীকে ব্যাটিংয়ে পাঠান কুমিল্লার অধিনায়ক ইমরুল। এ সিদ্ধান্তকে সঠিক প্রমাণিত করেন কুমিল্লার দেশি ও বিদেশি বোলাররা। রাসেল, নারিন, মঈন, তানভির ইসলাম, মুস্তাফিজুর রহমানদের সাঁড়াশি আক্রমণে সিলেট বেসামাল হয়ে অলআউট ১৭.১ ওভারে মাত্র ১২৫ রানে। কুমিল্লার নিয়ন্ত্রিত বোলিংয়ে সাবলীল ব্যাটিংয়ে নাজমুল হোসেন শান্ত সর্বোচ্চ ৩৮ রান করেন ২৯ বলে ৪ চার ও এক ছক্কায়। কুমিল্লার পক্ষে ২টি করে উইকেট নেন তানভির, রাসেল ও মুস্তাফিজ।
শিরোনাম
- জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে বিএনপি
- যুবলীগ নেতাকে ধরতে বাড়ি ঘেরাও, ফোনে বললেন-‘লাভ হবে না’
- যেভাবে ত্বকের যত্নে সাহায্য করে নিমপাতা
- সূচকের ওঠানামায় পুঁজিবাজারে চলছে লেনদেন
- চুল পড়ে যাওয়া সমস্যার ঘরোয়া সমাধান
- ৫ বছরের চুক্তিতে নতুন ঠিকানায় বায়েনা
- ছিটকে গেলেন মহারাজ, প্রোটিয়াদের নেতৃত্বে মুল্ডার
- কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণের প্রতিবাদে এনসিপির বিক্ষোভ
- মোটরসাইকেল রেজিস্ট্রেশন নিয়ে কঠোর নির্দেশনা
- নতুন গানে কন্ঠ দিলেন সাবিনা ইয়াসমিন
- ওয়াটারলু উৎসবে বাংলাদেশের ‘আনটাং’
- অবশেষে পটিয়া থানার ওসিকে প্রত্যাহার
- নারী ফুটবল দলকে প্রধান উপদেষ্টার অভিনন্দন
- বয়সের বাধা পেরিয়ে ধর্মীয় জ্ঞান আহরণ
- সাবেক এমপি নাঈমুর রহমান দুর্জয় গ্রেফতার
- ক্যান্সার থেকে সেরে ওঠা ‘রোলার কোস্টার যাত্রা’: প্রিন্সেস কেট
- শ্রীলঙ্কার কাছে হারল বাংলাদেশ
- মার্কিন সিনেটে ‘বিগ বিউটিফুল বিল’ পাস
- ‘হলি আর্টিজান নিয়ে ডিএমপি কমিশনারের বক্তব্য খণ্ডিতভাবে উপস্থাপিত হয়েছে’
- জাতীয় ঐকমত্য গঠনে সর্বোচ্চ সহযোগিতা করছে বিএনপি : সালাহউদ্দিন