টানা দ্বিতীয়বার ফাইনালে উঠল ইমরুল কায়েশের কুমিল্লা ভিক্টোরিয়ান্স। বিপিএলের আট আসরে সব মিলিয়ে চারবার ফাইনাল খেলছে কুমিল্লা। আগের তিন ফাইনালে একবারও হারেনি। তিনবারই চ্যাম্পিয়ন হয়েছে। গতকাল চতুর্থ শিরোপা জয়ের মিশনে ইমরুল বাহিনী মুখোমুখি হয়েছিল মাশরাফি বিন মর্তুজার সিলেট স্ট্রাইকার্সের। রুবেল হোসেনের বলে স্ট্রেইট ছক্কা মেরে কুমিল্লাকে ফের ফাইনালে তুলেছেন আন্দ্রে রাসেল। প্রথম কোয়ালিফাইয়ারে কুমিল্লা ৪ উইকেটে জিতেছে ২০ বল হাতে রেখে। কুমিল্লা ফাইনাল খেলবে ১৬ ফেব্রুয়ারি। হারলেও ফাইনাল খেলার সম্ভাবনা রয়েছে সিলেটের। ১৪ ফেব্রুয়ারি দ্বিতীয় কোয়ালিফাইয়ারে খেলবে এলিমিনেটর জয়ী রংপুর রাইডার্সের বিপক্ষে। ১২৬ রানের সুনিল নারিনের অলরাউন্ডিং পরফরম্যান্সে সহজেই জয় তুলে নিয়েছে কুমিল্লা। ক্যারিবীয় অললাউন্ডার নারিন ৩৯ রান করেন মাত্র ১৮ বলে ৩ চার ৪ ছক্কায়। শেষ দিকে রাসেল ১৫ করেন ১০ বলে। এ ছাড়া মোসাদ্দেক সৈকত ২৭ বলে অপরাজিত ২৭ এবং মঈন আলি ১৩ বলে ২১ রান করেন। সিলেটের পক্ষে রুবেল ৩ উইকেট নেন ৩৩ রানের খরচে। টস জিতে মাশরাফি বাহিনীকে ব্যাটিংয়ে পাঠান কুমিল্লার অধিনায়ক ইমরুল। এ সিদ্ধান্তকে সঠিক প্রমাণিত করেন কুমিল্লার দেশি ও বিদেশি বোলাররা। রাসেল, নারিন, মঈন, তানভির ইসলাম, মুস্তাফিজুর রহমানদের সাঁড়াশি আক্রমণে সিলেট বেসামাল হয়ে অলআউট ১৭.১ ওভারে মাত্র ১২৫ রানে। কুমিল্লার নিয়ন্ত্রিত বোলিংয়ে সাবলীল ব্যাটিংয়ে নাজমুল হোসেন শান্ত সর্বোচ্চ ৩৮ রান করেন ২৯ বলে ৪ চার ও এক ছক্কায়। কুমিল্লার পক্ষে ২টি করে উইকেট নেন তানভির, রাসেল ও মুস্তাফিজ।
শিরোনাম
- শিল্পকলায় ‘সুড়ঙ্গ’
- ‘ডাউন সিনড্রোম জনগোষ্ঠীর ক্ষমতায়ন ও কর্মসংস্থান সৃষ্টির আহ্বান’
- আমার বিরুদ্ধে উদ্দেশ্যমূলক বিভ্রান্তি ছড়ানো হচ্ছে: মাসুদুজ্জামান মাসুদ
- সাবেক এমপি ফরহাদের বিরুদ্ধে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের মামলা
- সত্যিকারের স্বাধীনতা অর্জিত হয়েছে ৭ নভেম্বর : রিজভী
- নাশকতার অভিযোগে কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের ৫ নেতাকর্মী গ্রেপ্তার
- চাটখিল-সোনাইমুড়ি সড়কে একদিকে উচ্ছেদ, অন্যদিকে দখল
- আজহারীর নকল বই বিক্রি : ডিবিকে তদন্ত করতে আদালতের নির্দেশ
- প্রেমিকাকে পতিতালয়ে বিক্রির দায়ে যুবকের ৭ বছরের কারাদণ্ড
- বগুড়ায় পুণ্ড্র ইউনিভার্সিটির ইংরেজী বিভাগে সেমিনার অনুষ্ঠিত
- সিডনিতে ‘ওয়াসিডিয়ানস অ্যাসোসিয়েশন’-এর প্রথম পুনর্মিলনী
- ভোটকেন্দ্রের নিরাপত্তায় ৪০ হাজার বডি ক্যামেরা কেনার প্রক্রিয়া শেষ পর্যায়ে
- কুষ্টিয়ায় চিংড়িতে জেলি, ৬ ব্যবসায়ীকে জরিমানা
- বগুড়ায় আলুর দাম নিয়ে শঙ্কায় চাষিরা
- কলাপাড়া টেলিভিশন জার্নালিস্ট ফোরামের কমিটি গঠন
- পরাজয় থেকে শিক্ষা নিয়ে সামনে এগিয়ে যেতে হবে : নাসির উদ্দীন
- হাসিনাসহ ২৮৬ জনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা বিচারের জন্য প্রস্তুত
- নারায়ণগঞ্জ সরকারি হাসপাতালে ক্লিনিং ডে উদ্বোধন
- গাজীপুরে ৪ ডাকাত গ্রেপ্তার
- ছয় হত্যা মামলার আসামি সন্ত্রাসী মেজর ইকবাল গ্রেপ্তার
কুমিল্লা ভিক্টোরিয়ান্স ফাইনালে
ক্রীড়া প্রতিবেদক
প্রিন্ট ভার্সন
টপিক
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর