টানা দ্বিতীয়বার ফাইনালে উঠল ইমরুল কায়েশের কুমিল্লা ভিক্টোরিয়ান্স। বিপিএলের আট আসরে সব মিলিয়ে চারবার ফাইনাল খেলছে কুমিল্লা। আগের তিন ফাইনালে একবারও হারেনি। তিনবারই চ্যাম্পিয়ন হয়েছে। গতকাল চতুর্থ শিরোপা জয়ের মিশনে ইমরুল বাহিনী মুখোমুখি হয়েছিল মাশরাফি বিন মর্তুজার সিলেট স্ট্রাইকার্সের। রুবেল হোসেনের বলে স্ট্রেইট ছক্কা মেরে কুমিল্লাকে ফের ফাইনালে তুলেছেন আন্দ্রে রাসেল। প্রথম কোয়ালিফাইয়ারে কুমিল্লা ৪ উইকেটে জিতেছে ২০ বল হাতে রেখে। কুমিল্লা ফাইনাল খেলবে ১৬ ফেব্রুয়ারি। হারলেও ফাইনাল খেলার সম্ভাবনা রয়েছে সিলেটের। ১৪ ফেব্রুয়ারি দ্বিতীয় কোয়ালিফাইয়ারে খেলবে এলিমিনেটর জয়ী রংপুর রাইডার্সের বিপক্ষে। ১২৬ রানের সুনিল নারিনের অলরাউন্ডিং পরফরম্যান্সে সহজেই জয় তুলে নিয়েছে কুমিল্লা। ক্যারিবীয় অললাউন্ডার নারিন ৩৯ রান করেন মাত্র ১৮ বলে ৩ চার ৪ ছক্কায়। শেষ দিকে রাসেল ১৫ করেন ১০ বলে। এ ছাড়া মোসাদ্দেক সৈকত ২৭ বলে অপরাজিত ২৭ এবং মঈন আলি ১৩ বলে ২১ রান করেন। সিলেটের পক্ষে রুবেল ৩ উইকেট নেন ৩৩ রানের খরচে। টস জিতে মাশরাফি বাহিনীকে ব্যাটিংয়ে পাঠান কুমিল্লার অধিনায়ক ইমরুল। এ সিদ্ধান্তকে সঠিক প্রমাণিত করেন কুমিল্লার দেশি ও বিদেশি বোলাররা। রাসেল, নারিন, মঈন, তানভির ইসলাম, মুস্তাফিজুর রহমানদের সাঁড়াশি আক্রমণে সিলেট বেসামাল হয়ে অলআউট ১৭.১ ওভারে মাত্র ১২৫ রানে। কুমিল্লার নিয়ন্ত্রিত বোলিংয়ে সাবলীল ব্যাটিংয়ে নাজমুল হোসেন শান্ত সর্বোচ্চ ৩৮ রান করেন ২৯ বলে ৪ চার ও এক ছক্কায়। কুমিল্লার পক্ষে ২টি করে উইকেট নেন তানভির, রাসেল ও মুস্তাফিজ।
শিরোনাম
- অজিত দোভালকে বাংলাদেশে আসার আমন্ত্রণ জানালেন খলিলুর রহমান
- শেখ হাসিনাকে বন্দী বিনিময় চুক্তির মাধ্যমে ফিরিয়ে রায় কার্যকর করতে হবে : দুলু
- সাইফের স্ট্যালিয়ন্সকে হারাল তাসকিনের নর্দান ওয়ারিয়র্স
- তা’মীরুল মিল্লাত মাদরাসার টঙ্গী শাখা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা
- ৪২ বছর বয়সে বিশ্বকাপ খেলার সুযোগ পেলেন স্কটিশ গোলরক্ষক গর্ডন
- দেশে থেকেই কার্ড দিয়ে বিদেশি রুটের বিমানের টিকিট কেনা যাবে
- জিয়া পরিবার ফোবিয়ায় যারা ভোগেন, তাদের জনভিত্তি নেই : প্রিন্স
- বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণে সমর্থন পুনর্ব্যক্ত করলো ডেনমার্ক
- গণভোট নিয়ে অধ্যাদেশ জারির পর করণীয় বিষয়ে পদক্ষেপ : সিইসি
- শান্তি প্রচেষ্টা জোরদারে আলোচনার জন্য তুরস্কে জেলেনস্কি
- সাংবাদিক খাসোগি হত্যাকাণ্ড নিয়ে সৌদি যুবরাজের পক্ষ নিলেন ট্রাম্প
- কিবরিয়া হত্যায় ৩০ হাজার টাকার চুক্তি হয় : র্যাব
- লাশ পোড়ানোর মামলায় ক্ষমা চেয়ে জবানবন্দি দিলেন রাজসাক্ষী আবজালুল
- শান্তিপূর্ণ নির্বাচন আয়োজনে সামরিক বাহিনীর সহায়তা চাইলেন প্রধান উপদেষ্টা
- চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন করলো বসুন্ধরা নিবাসী চবিয়ানরা
- ইউক্রেনে রাতভর ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা রাশিয়ার, নিহত ৯
- জকসু নির্বাচন উপলক্ষে ৯ ডিসেম্বর থেকে বন্ধ থাকবে উন্মুক্ত লাইব্রেরি
- লক্ষ্মীপুরে নবাগত জেলা প্রশাসকের মতবিনিময়
- হত্যাচেষ্টা মামলায় তাপস-কামরুলসহ ৪০ জনের বিরুদ্ধে চার্জশিট
- নবায়নযোগ্য জ্বালানি ব্যবহারে হবিগঞ্জে নৌ র্যালি
কুমিল্লা ভিক্টোরিয়ান্স ফাইনালে
ক্রীড়া প্রতিবেদক
প্রিন্ট ভার্সন
টপিক
এই বিভাগের আরও খবর