টানা দ্বিতীয়বার ফাইনালে উঠল ইমরুল কায়েশের কুমিল্লা ভিক্টোরিয়ান্স। বিপিএলের আট আসরে সব মিলিয়ে চারবার ফাইনাল খেলছে কুমিল্লা। আগের তিন ফাইনালে একবারও হারেনি। তিনবারই চ্যাম্পিয়ন হয়েছে। গতকাল চতুর্থ শিরোপা জয়ের মিশনে ইমরুল বাহিনী মুখোমুখি হয়েছিল মাশরাফি বিন মর্তুজার সিলেট স্ট্রাইকার্সের। রুবেল হোসেনের বলে স্ট্রেইট ছক্কা মেরে কুমিল্লাকে ফের ফাইনালে তুলেছেন আন্দ্রে রাসেল। প্রথম কোয়ালিফাইয়ারে কুমিল্লা ৪ উইকেটে জিতেছে ২০ বল হাতে রেখে। কুমিল্লা ফাইনাল খেলবে ১৬ ফেব্রুয়ারি। হারলেও ফাইনাল খেলার সম্ভাবনা রয়েছে সিলেটের। ১৪ ফেব্রুয়ারি দ্বিতীয় কোয়ালিফাইয়ারে খেলবে এলিমিনেটর জয়ী রংপুর রাইডার্সের বিপক্ষে। ১২৬ রানের সুনিল নারিনের অলরাউন্ডিং পরফরম্যান্সে সহজেই জয় তুলে নিয়েছে কুমিল্লা। ক্যারিবীয় অললাউন্ডার নারিন ৩৯ রান করেন মাত্র ১৮ বলে ৩ চার ৪ ছক্কায়। শেষ দিকে রাসেল ১৫ করেন ১০ বলে। এ ছাড়া মোসাদ্দেক সৈকত ২৭ বলে অপরাজিত ২৭ এবং মঈন আলি ১৩ বলে ২১ রান করেন। সিলেটের পক্ষে রুবেল ৩ উইকেট নেন ৩৩ রানের খরচে। টস জিতে মাশরাফি বাহিনীকে ব্যাটিংয়ে পাঠান কুমিল্লার অধিনায়ক ইমরুল। এ সিদ্ধান্তকে সঠিক প্রমাণিত করেন কুমিল্লার দেশি ও বিদেশি বোলাররা। রাসেল, নারিন, মঈন, তানভির ইসলাম, মুস্তাফিজুর রহমানদের সাঁড়াশি আক্রমণে সিলেট বেসামাল হয়ে অলআউট ১৭.১ ওভারে মাত্র ১২৫ রানে। কুমিল্লার নিয়ন্ত্রিত বোলিংয়ে সাবলীল ব্যাটিংয়ে নাজমুল হোসেন শান্ত সর্বোচ্চ ৩৮ রান করেন ২৯ বলে ৪ চার ও এক ছক্কায়। কুমিল্লার পক্ষে ২টি করে উইকেট নেন তানভির, রাসেল ও মুস্তাফিজ।
শিরোনাম
- ‘তথ্য প্রমাণের ভিত্তিতে হাসিনার বিচার হয়েছে, তবে আপিলের সুযোগ আছে’
- বন্দর রক্ষায় হরতাল-অবরোধসহ কঠোর কর্মসূচির হুঁশিয়ারি
- পোস্টাল ভোটিং: দুই দিনে সাড়ে ৬ হাজার নিবন্ধন
- একসঙ্গে সহকারী অধ্যাপক হলেন ১৮৭০ শিক্ষক
- হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের জন্য নতুন সতর্কবার্তা
- ভূমিকম্পের উৎপত্তিস্থল নরসিংদী জেলায় যে ক্ষয়ক্ষতি হয়েছে
- রাজশাহীতে বদ্ধ ঘর থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার
- ‘ঢাকার পুরনো ভবনগুলোর ৯০ শতাংশ বিল্ডিং কোড না মেনে নির্মিত’
- ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ১০
- ধানের শীষে দেশের মানুষের আস্থা রয়েছে: দুলু
- ডেঙ্গুতে মৃত্যুহীন দিনে হাসপাতালে আরও ৪৩৬ জন
- যেভাবে স্মার্টফোনেই মিলবে ভূমিকম্পের সতর্কবার্তা
- এমন ভূমিকম্প আগে কখনও অনুভব করিনি : ফারুকী
- ভূমিকম্পে ক্ষয়ক্ষতি নিরূপণের নির্দেশনা
- ‘শান্তিপূর্ণ নির্বাচন আয়োজনে সশস্ত্র বাহিনীকে সর্বোচ্চ দক্ষতা-পেশাদারিত্ব দেখাতে হবে’
- ঝিনাইদহে পৃথক সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল বৃদ্ধ ও কিশোরের
- এটি বড় ভূমিকম্পের আগাম বার্তা: গবেষক আনসারী
- নরসিংদীতে ভূমিকম্পে বাবা-ছেলেসহ তিনজনের মৃত্যু, অর্ধশতাধিক আহত
- চাটমোহরে রেললাইনে ট্রেনের ধাক্কায় যুবকের মৃত্যু
- ভূমিকম্পে হতাহতদের জন্য তারেক রহমানের শোক
কুমিল্লা ভিক্টোরিয়ান্স ফাইনালে
ক্রীড়া প্রতিবেদক
প্রিন্ট ভার্সন
টপিক
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর