রবিবার, ১৯ ফেব্রুয়ারি, ২০২৩ ০০:০০ টা
তুরস্ক ও সিরিয়ায় ভূমিকম্প

ধ্বংসস্তূপ থেকে ঘানার ফুটবলারের মৃতদেহ উদ্ধার

ক্রীড়া ডেস্ক

তুরস্ক ও সিরিয়ায় ভূমিকম্পের আঘাতে অসংখ্য মানুষ নিহত হয়েছে। ধ্বংসস্তূপে পরিণত হয়েছে অনেক এলাকা। সেই ধ্বংসস্তূপ থেকেই বের হলো ঘানার জাতীয় দলের সাবেক ফুটবলার ক্রিস্টিয়ান আটসুর মৃতদেহ। অথচ ভূমিকম্প আঘাত হানার পর খবর বেরিয়েছিল, ক্রিস্টিয়ান আটসুকে জীবিত উদ্ধার করা হয়েছে। তার ক্লাব হাতিয়াস্পার নিশ্চিত করেছিল এই তথ্য। কিন্তু ১১ দিন পর নতুন খবরে বলা হলো, আটসু আর নেই। তুর্কি ক্লাব হাতিয়াস্পার এবার দুঃখ প্রকাশ করে বলেছে, ‘দুঃখ বর্ণনা করার জন্য কোনো শব্দ আমাদের জানা নেই। আমরা তোমাকে ভুলব না আটসু। তোমার ওপর শান্তি বর্ষিত হোক। তুমি অসাধারণ একজন মানুষ ছিল।’ গত বছর হাতিয়াস্পারে যোগ দেন আটসু। ৩১ বছর বয়সী আটসু পেশাদার ক্যারিয়ারে তিন ইংলিশ ক্লাব এভারটন, নিউক্যাসল ইউনাইটেড ও  বোর্নমাউথের হয়ে খেলেছেন। ২০১৬ থেকে ২০২১ সাল পর্যন্ত নিউক্যাসলের হয়ে খেলার আগে আগে  চেলসির সঙ্গে চুক্তি করলেও ক্লাবটির হয়ে কোনো ম্যাচ খেলতে পারেননি আটসু। ২০১৯ সালে সবশেষ ঘানার হয়ে খেলেন আটসু। গত ৬ ফেব্রুয়ারি ৭ দশমিক ৮ মাত্রার ভূমিকম্পের শিকার হয় তুরস্ক ও সিরিয়া।

 

সর্বশেষ খবর